৯ বছর পর দেশে ফিরলেন বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদ

শাহজালাল বিমানবন্দরে ইমিগ্রেশন প্রক্রিয়া শেষ করে সালাউদ্দিন আহমেদ বিকেল ৩টায় ভিআইপি গেট দিয়ে বের হন।
ভারতের নয়াদিল্লি থেকে একটি ফ্লাইটে ঢাকায় আসেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ। ছবি: সংগৃহীত

নয় বছর ভারতে অবস্থানের পর দেশে ফিরেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ।

আজ রোববার দুপুর সোয়া ২টায় তিনি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, 'সালাউদ্দিন আহমেদ আজ সকাল ১১টায় দিল্লি থেকে একটি ফ্লাইটে রওনা হন এবং দুপুর সোয়া ২টায় ঢাকায় পৌঁছান।'

ইমিগ্রেশন প্রক্রিয়া শেষ করে সালাউদ্দিন আহমেদ বিকেল ৩টায় ভিআইপি গেট দিয়ে বিমানবন্দর থেকে বের হন। এ সময় দলের নেতাকর্মীরা তাকে স্বাগত জানান।

২০১৫ সালের ১০ মার্চ রাজধানীর উত্তরা থেকে সালাহউদ্দিন নিখোঁজ হন। ৬২ দিন পর ওই বছরের ১১ মে ভারতের মেঘালয়ের শিলংয়ে স্থানীয় পুলিশ তাকে উদ্ধার করে। ভারতের পুলিশের পক্ষ থেকে তখন বলা হয়েছিল, সালাহউদ্দিন শিলংয়ে উদ্ভ্রান্তের মতো ঘোরাঘুরি করার সময় লোকজনের ফোন পেয়ে তাকে আটক করা হয়।

সালাহউদ্দিনকে আটক করার পর বৈধ নথিপত্র ছাড়া ভারতে প্রবেশের অভিযোগে দেশটির ফরেনার্স অ্যাক্ট অনুযায়ী মামলা করে মেঘালয় পুলিশ। একই বছরের ২২ জুলাই ভারতের নিম্ন আদালতে আনুষ্ঠানিকভাবে তাঁর বিরুদ্ধে অনুপ্রবেশের দায়ে অভিযোগ গঠন করা হয়। সেই মামলায় নিম্ন আদালতের রায়ে ২০১৮ সালে সালাহউদ্দিন খালাস পান। ভারত সরকার রায়ের বিরুদ্ধে আপিল করলে তাকে সেখানেই থাকতে হয়।

 

Comments

The Daily Star  | English

Former planning minister MA Mannan arrested in Sunamganj

Police arrested former Planning Minister MA Mannan from his home in Sunamganj's Shatiganj upazila yesterday evening

3h ago