বিক্ষোভের মুখে অফিস ছাড়েন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নররা

বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তাদের বিক্ষোভ। ছবি: মেহেদী হাসান

বাংলাদেশ ব্যাংকের শতাধিক কর্মকর্তা গভর্নর অফিসে ঢুকে ডেপুটি গভর্নরদের অফিস ছাড়তে বাধ্য করেছের।

বিক্ষোভকারীরা তিনজন ডেপুটি গভর্নরসহ পাঁচ ঊর্ধ্বতন কর্মকর্তাকে পদ ছাড়তে বাধ্য করে। তাদের মধ্যে একজন ইতোমধ্যে পদত্যাগ করেছেন এবং বাকি চারজন পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন বলে জানা গেছে।

আজ বুধবার রাজধানীর মতিঝিলে কেন্দ্রীয় ব্যাংকের প্রধান কার্যালয় খোলার পর সকাল সাড়ে ১০টার দিকে চুক্তিভিত্তিক দায়িত্বরত কর্মকর্তাদের পদত্যাগের দাবিতে বিক্ষোভ শুরু করে। গভর্নর, ডেপুটি গভর্নর ও ব্যাংকিং উপদেষ্টা চুক্তিতে নিয়োগ করা হয়।

বিক্ষোভের মুখে ডেপুটি গভর্নর কাজী ছায়েদুর রহমান পদত্যাগ করেন এবং দুই ডেপুটি গভর্নর হাবিবুর রহমান ও মো. খুরশীদ আলম পদত্যাগের সিদ্ধান্ত নেন। ব্যাংকিং উপদেষ্টা মো. আবু ফরাহ নাসেরও পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন।

এদিকে পদত্যাগ করতে বাধ্য হয়েছেন বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের প্রধান মো. মাসুদ বিশ্বাস। পদত্যাগের সিদ্ধান্তও নিয়েছেন তিনি।

দুপুর পর্যন্ত প্রায় দেড় ঘণ্টা বিক্ষোভ চলে এবং ডেপুটি গভর্নররা কেন্দ্রীয় ব্যাংক প্রাঙ্গণ ত্যাগ করার পর বিক্ষোভকারীরা ঘটনাস্থল ত্যাগ করেন। এতে বাংলাদেশ ব্যাংকের নিয়মিত কার্যক্রম ক্ষতিগ্রস্ত হয়েছে।

 বলেছেন, কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তাদের পদত্যাগের বিষয়ে অন্তর্বর্তীকালীন সরকার সিদ্ধান্ত নেবে।

এর জরুরি সংবাদ সম্মেলন ডাকেন বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র মেজবাউল হক।

তিনি বলেন, 'বিক্ষোভের মুখে কয়েকজন ডেপুটি গভর্নর পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন। কেউ কেউ পদত্যাগ করতে বাধ্য হয়েছেন।'

'অন্তর্বর্তীকালীন সরকার গঠন প্রক্রিয়াধীন রয়েছে, ডিজিদের পদত্যাগের বিষয়ে সরকার সিদ্ধান্ত নেবে।'

তবে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র কর্মকর্তাদের নাম উল্লেখ করেননি এবং পদত্যাগের কারণ নিয়ে বিস্তারিত জানাননি।

বাংলাদেশ ব্যাংকের গভর্নর আবদুর রউফ তালুকদার দ্বিতীয় দিনের মতো অফিসে আসেননি।

Comments

The Daily Star  | English

UN chief Guterres meets Prof Yunus in Davos

UAE invites Yunus to attend World Governments Summit in Dubai

28m ago