শিবিরের বিরুদ্ধে চট্টগ্রাম ও মহসিন কলেজ নিয়ন্ত্রণ নেওয়ার অভিযোগ
চট্টগ্রামের দুটি কলেজ নিয়ন্ত্রণ নেওয়ার অভিযোগ উঠেছে ছাত্রশিবিরের নেতাকর্মীদের বিরুদ্ধে।
ছাত্রলীগের নেতাকর্মীরা জানিয়েছেন, সোমবার বিকেল থেকে চট্টগ্রাম সরকারি কলেজ, সরকরি মহসিন কলেজের হোস্টেলগুলোতে ছাত্রসংগঠনটির নেতাকর্মীরা উঠতে শুরু করে।
আজ মঙ্গলবারও শিবিরের অনেক নেতাকর্মী হলে উঠেছেন।
মহসিন কলেজ ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মায়মুন উদ্দিন বলেন, শিবিরের নেতাকর্মীরা কলেজের দুটি হোস্টেলের নিয়ন্ত্রণ নিয়েছে বলে জানতে পেরেছি।
মহসিন কলেজের শিক্ষার্থী আনোয়ার হোসেন কলেজটির ছাত্রশিবিরের রাজনীতির সঙ্গে জড়িত বলে ছাত্রলীগ নেতারা জানিয়েছেন।
তবে আনোয়ারের দাবি, তিনি শিবিরের রাজনীতির সঙ্গে জড়িত নন।
"আমরা বৈষম্যবিরোধী ছাত্ররা নিজেদের নামে বরাদ্দকৃত হোস্টেলের কক্ষে উঠেছি," তিনি দ্য ডেইলি স্টারকে বলেন।
চট্টগ্রাম সরকারি কলেজের হোস্টেলগুলোও শিবিরের নেতাকর্মীরা নিয়ন্ত্রণে নিয়েছে বলে কলেজ শাখা ছাত্রলীগের নেতারা দাবি করেছেন।
কলেজ ছাত্রলীগের একজন নেতা দ্য ডেইলি স্টারকে এ কথা জানান।
তবে চট্টগ্রাম কলেজ শাখা শিবিরের কোনো নেতাকর্মীর সঙ্গে যোগাযোগ করা যায়নি।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের হলগুলোও ছাত্রদল এবং শিবির নিয়ন্ত্রণ নিয়েছে বলে অভিযোগ করেছে ছাত্রলীগ নেতারা।
চবি শাখা ছাত্রদলের সভাপতি মোহাম্মদ আলাউদ্দিন মহসিন সাংবাদিকদের বলেন, 'আমরা বরাদ্দকৃত কক্ষে অবস্থান করছি।'
Comments