রাষ্ট্রপতির সঙ্গে বৈঠকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধিদল

বৈঠকে তিন বাহিনীর প্রধান এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আসিফ নজরুল ও অধ্যাপক তানজীমউদ্দীন উপস্থিত আছেন।
বঙ্গভবন
বঙ্গভবনে আগামীকাল সন্ধ্যায় নতুন মন্ত্রীরা শপথ নিতে পারেন বলে জানা গেছে। ফাইল ছবি

দেশের বর্তমান পরিস্থিতি ও অন্তর্বর্তীকালীন সরকারের রূপরেখা নিয়ে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে বৈঠকে বসেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধিরা।

আজ মঙ্গলবার সন্ধ্যা ৬টায় বঙ্গভবনে ছাত্রদের ১৩ সদস্যের একটি দলের সঙ্গে এ বৈঠক শুরু হয়।

বৈঠকে তিন বাহিনীর প্রধান এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আসিফ নজরুল ও অধ্যাপক তানজীমউদ্দীন উপস্থিত আছেন।

 

Comments

The Daily Star  | English

Six state banks asked to cancel contractual appointments of MDs

The Financial Institutions Division (FID) of the finance ministry has recommended that the boards of directors of six state-run banks cancel the contractual appointment of their managing directors and CEOs..The six state-run banks are Sonali Bank, Janata Bank, Agrani Bank, Rupali Bank, BAS

47m ago