পুঁজিবাজারে সূচকের উত্থানে লেনদেন শুরু

ঢাকা স্টক এক্সচেঞ্জ, সিএসই, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ, শেয়ারবাজার,

প্রধানমন্ত্রীর পদ থেকে শেখ হাসিনার পদত্যাগের পর বাংলাদেশের পুঁজিবাজার বড় উত্থানে লেনদেন শুরু হয়েছে।

আজ মঙ্গলবার সকাল ১০টা ৫০ মিনিট পর্যন্ত ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ১৬৫ পয়েন্ট বা তিন দশমিক ১৬ শতাংশ বেড়ে পাঁচ হাজার ৩৯৪ পয়েন্ট হয়।

ব্লুচিপ সূচক ডিএস৩০ ৬৯ পয়েন্ট বা ৩ দশমিক ৭৫ শতাংশ বেড়ে হয়েছে এক হাজার ৯২৮ পয়েন্ট।

শরিয়াহভিত্তিক সূচক ডিএসইএস ৩০ পয়েন্ট বা দুই দশমিক ৬৫ শতাংশ বেড়ে এক হাজার ১৭৪ পয়েন্টে দাঁড়িয়েছে।

টার্নওভার দাঁড়িয়েছে ৩৫১ কোটি টাকায়। লেনদেন হওয়া শেয়ারের মধ্যে ৩৩৪টির দাম বেড়েছে, ৪১টির পতন হয়েছে এবং নয়টির অপরিবর্তিত আছে।

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) একই প্রবণতা দেখা গেছে। সিএসইর প্রধান সূচক সিএএসপিআই ২৬৯ পয়েন্ট বা এক দশমিক ৮০ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১৫ হাজার ১৯৫ পয়েন্টে।

Comments

The Daily Star  | English

Foreign debt repayment surges 25%

Bangladesh’s repayment of foreign loans surged in the first 10 months while the inflow of loans from bilateral and multilateral lenders continued to fall, according to provisional data from the Economic Relations Division (ERD) released yesterday.

1h ago