বগুড়ায় বিক্ষোভে পু‌লিশের টিয়া‌র‌শেল ও রাবার বু‌লেট, পুলিশ বক্সে আগুন

পুলিশ বক্সে আগুন। ছবি: স্টার

বগুড়া সদরে বৈষম‌্য বি‌রোধী ছাত্র আন্দোল‌নের বি‌ক্ষোভ কর্মসূচি চলাকা‌লে পু‌লি‌শের সঙ্গে আন্দোলনকারী‌দের সং‌ঘর্ষের ঘটনা ঘ‌টে‌ছে। এ সময় শিক্ষ‌ার্থী‌দের ছত্রভঙ্গ কর‌তে পু‌লিশ টিয়ার‌শেল ও রাবার বু‌লেট ছোড়ে।

এ ঘটনায় রাবার বুলেটে আহত হয়ে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজে দুজন চিকিৎসা নিয়েছেন।

প্রত্যক্ষদর্শী ও আমাদের সংবাদদাতা জানান, পুলিশের সঙ্গে সংঘর্ষের সময় বিক্ষোভকারীরা শহরের সাতমাথায় ট্রাফিক পুলিশ বক্সে আগুন দেন। পুলিশ প্লাজায় ইট-পাটকেল নিক্ষেপ করা হয়। সন্ধ্যা ৬টায় এই প্রতিবেদন লেখা পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের ধাওয়া-পাল্টা ধাওয়া চলছে।

এর আগে শ‌নিবার বিকেল ৪টা থে‌কে বগুড়া‌র শহরের সাতমাথা এলাকায় প্রথমে সংঘর্ষ শুরু হয়।

এ সময় জেলা স্কুলের সামনে পুলিশ বিক্ষোভকারীদের ওপর প্রথমে টিয়ারশেল ও পরে রাবার বুলেট ছোড়ে। পরে শিক্ষার্থীরা শহরের বিভিন্ন রাস্তায় বিক্ষোভকারীরা অবরোধ করে রাখেন।  বিকেল ২টা থেকে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, অভিভাবক ও বিভিন্ন শ্রেণি-পেশার কয়েক হাজারো মানুষ জড়ো হন।

Comments