হাজারো ছাত্রজনতার সমাবেশে উত্তাল টাঙ্গাইল

টাঙ্গাইলে হাজারো মানুষের বিক্ষোভ মিছিল। ছবি: স্টার

সারাদেশে আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর হামলা ও হত্যার প্রতিবাদ এবং নয় দফা দাবিতে টাঙ্গাইলে হাজারো ছাত্রজনতার উপস্থিতিতে বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ চলছে।

আজ শনিবার সকাল ১১টার দিকে টাঙ্গাইল প্রেসক্লাবের সামনে নজরুল সরণী সড়কে সমবেত হন টাঙ্গাইল জেলার বিভিন্ন এলাকা থেকে আসা বিক্ষোভকারীরা। হাজারো মানুষের স্লোগানে মুখরিত হয়ে ওঠে ওই এলাকা।

শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের পাশাপাশি বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ এই বিক্ষোভে অংশ নিয়েছেন।

পরিস্থিতি মোকাবিলায় পুলিশ প্রস্তুতি নিয়ে অবস্থান করছে। আজ দুপুর ১টার দিকে বিক্ষোভকারীদের মিছিল ঢাকা-টাঙ্গাইল-মহাসড়কের দিকে অগ্রসর হয়।

কর্মসূচি চলাকালে পুলিশ-র‌্যাবসহ আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যদের নিরাপদ দূরত্বে অবস্থান করতে দেখা যাচ্ছে।

তবে টাঙ্গাইলের সখীপুরে আন্দোলনকারীদের ওপর ছাত্রলীগের হামলার ঘটনা ঘটেছে। এ সময় সংঘর্ষ শুরু হলে পুলিশসহ অন্তত ১৫ জন আহত হন। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ারগ্যাস ছুঁড়ে। দুপুর দেড়টা পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী, সেখানে সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়া চলছে।

টাঙ্গাইলের জেলা প্রশাসন মো. কায়ছারুল ইসলাম বলেন, 'পরিস্থিতি শান্ত রাখতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সর্বোচ্চ ধৈর্য সহকারে দায়িত্ব পালনের নির্দেশ দেওয়া হয়েছে।'

Comments

The Daily Star  | English

Fishermen lost at sea: Authorities install plaque while families await aid

At least 188 fishermen have gone missing in the past three decades in Barguna's Patharghata upazila

1h ago