এক মাসে রিজার্ভ কমেছে ১.৩ বিলিয়ন ডলার
এক মাসের ব্যবধানে বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ এক দশমিক তিন বিলিয়ন ডলার কমেছে।
আজ বৃহস্পতিবার কেন্দ্রীয় ব্যাংকের প্রকাশিত তথ্য অনুযায়ী, ৩১ জুলাই পর্যন্ত রিজার্ভ দাঁড়িয়েছে ২০ দশমিক ৪৮ বিলিয়ন ডলার, যা এক মাস আগে ছিল ২১ দশমিক ৭৮ বিলিয়ন ডলার।
দেশের বৈদেশিক হিসাবের ওপর ক্রমাগত চাপ ও কোটা সংস্কার আন্দোলনের মধ্যে চাপে আছে বাংলাদেশের অর্থনীতি।
এর মধ্যে বাংলাদেশের ঋণমান কমিয়েছে এসঅ্যান্ডপি গ্লোবাল। তার মাত্র দুই দিন পর রিজার্ভ কমার এই তথ্য সামনে এলো।
এসঅ্যান্ডপি বলেছে, বৈদেশিক মুদ্রার রিজার্ভ অব্যাহত কমে যাওয়ায় বাহ্যিক চাপ তৈরি হয়েছে।
এসঅ্যান্ডপি জানিয়েছে, আইএমএফের ফর্মুলায় পরিমাপ করা গ্রস রিজার্ভ ২০২৪ সালের জুন শেষে ছিল ২১ দশমিক ৮ বিলিয়ন ডলার, যা ২০২২ সালের জুনের তুলনায় ৩৫ শতাংশ কম।
এদিকে ৩১ জুলাই পর্যন্ত যে রিজার্ভ আছে তা বাংলাদেশের তিন মাস সাত দিনের আমদানি ব্যয় মেটাতে পারবে।
Comments