হামাসের সামরিক শাখার প্রধান দেইফ নিহত, দাবি ইসরায়েলের

ধারণা করা হয় মোহাম্মদ দেইফের একমাত্র ছবি এটি। ছবিটি ২০০০ সালের আশপাশে কোনো এক সময়ের তোলা। ছবি: এএফপি

ফিলিস্তিনের স্বশস্ত্র সংগঠন হামাসের সামরিক শাখার প্রধান মোহাম্মদ দেইফ গত মাসে গাজায় ইসরায়েলি বিমান হামলায় নিহত হয়েছেন বলে দাবি করেছে ইসরায়েল প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)।

আজ বৃহস্পতিবার রয়টার্সের প্রতিবেদনে এ কথা বলা হয়েছে।

আইডিএফ জানিয়েছে, গত ১৩ জুলাই খান ইউনিস এলাকায় আইডিএফের ফাইটার জেট আঘাত হানে। পরে গোয়েন্দা তৎপরতার পর নিশ্চিত হওয়া গেছে, ওই হামলায় মোহাম্মদ দেইফ নিহত হয়েছেন।

তবে এ বিষয়ে তাৎক্ষণিকভাবে হামাস কোনো প্রতিক্রিয়া জানায়নি।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলের সামরিক বাহিনীর ধারণা- গত ৭ অক্টোবর দেশটির দক্ষিণাঞ্চলে হামাসের হামলার অন্যতম পরিকল্পনাকারী ছিলেন দেইফ।

হামাসের অন্যতম প্রভাবশালী ব্যক্তিত্ব দেইফ ৩০ বছরেরও বেশি সময় ধরে এই সংগঠনের সঙ্গে জড়িত। তিনি টানেল নেটওয়ার্ক সম্প্রসারণ ও বোমা তৈরিতে দক্ষ ছিলেন।

মোহাম্মদ দেইফ কয়েক দশক ধরে ইসরায়েলের মোস্ট ওয়ান্টেড তালিকার শীর্ষে ছিলেন।

ইরানের রাজধানী তেহরানে এক হামলায় হামাসের রাজনৈতিক শাখার প্রধান ইসমাইল হানিয়ার নিহতের খবর জানার একদিন পর মোহাম্মদ দেইফের নিহত হওয়ার খবর জানা গেল।

Comments

The Daily Star  | English

DUCSU, hall union polls set for Sept 9

Draft voter list to be published on Jul 30; results on election day

11m ago