হাইকোর্টে যেতে পুলিশি বাধা, দোয়েল চত্বরের সামনে শিক্ষার্থী ও ঢাবি শিক্ষকদের অবস্থান

ছবি: সিরাজুল ইসলাম রুবেল/স্টার

পুলিশের বাধার পর মিছিল নিয়ে দোয়েল চত্বরে অবস্থান নিয়েছেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) ও ঢাকা বিশ্ববিদ্যালয়সহ (ঢাবি) বিভিন্ন সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। সেখানে তাদের সঙ্গে যোগ দেন ঢাবির সাদা দলের শিক্ষকরা।

আজ বুধবার দুপুর দেড়টার পর তারা সেখানে অবস্থান নেন।

ঘটনাস্থল থেকে দ্য ডেইলি স্টারের সংবাদদাতা জানান, দুপুর সোয়া ১টার দিকে বুয়েট-ঢাবিসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা জড়ো হয়ে হাইকোর্টের দিকে মিছিল নিয়ে যাত্রা শুরু করে। শিশু একাডেমির সামনে গেলে পুলিশ তাদের বাধা দেয়। পুলিশের সঙ্গে ধস্তাধস্তির এক পর্যায়ে কয়েকজন শিক্ষার্থীকে তুলে নিয়ে যাওয়া হয় বলে অভিযোগ করেন বিক্ষোভকারীরা। এর প্রতিবাদে দোয়েল চত্বরে শিক্ষার্থীরা অবস্থান করেন। পরে তাদের সঙ্গে এসে যোগ দেন ঢাবির সাদা দলের শিক্ষকরা।

দুপুর আড়াইটায় এই প্রতিবেদন লেখা পর্যন্ত তারা দোয়েল চত্বরে অবস্থান করছেন।

Comments