প্যারিস অলিম্পিক

ইরাককে উড়িয়ে ঘুরে দাঁড়ালো আর্জেন্টিনা

ARGENTINA VS IRAQ

প্রথম ম্যাচে নাটকীয়ভাবে মরক্কোর কাছে হারলেও দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়িয়েছে আর্জেন্টিনা। ইরাককে হারিয়েছে অনায়াসে। প্রথমার্ধে ইরাক সমান তালে লড়ে সমতায় থাকলেও দ্বিতীয়ার্ধে সহজেই ম্যাচ বের করে নেয় হেভিয়ের মাশ্চেরানোর দল।

লিওতে প্যারিস অলিম্পিকের ম্যাচে ইরাককে ৩-১ গোলে হারিয়েছে আর্জেন্টিনা। প্রথমার্ধে দুই দল ছিলো ১-১ সমতায়। বিরতির পর সেরা ছন্দে খেলে এশিয়ান দেশকে ছিটকে দেয় আর্জেন্টিনা।

আর্জেন্টিনার হয়ে গোল করেন থিয়াগো আলমাদা, ইজুকুয়েল ফের্ন্দাদেজ ও লুসিয়ানো গুন্দু। ইরাকের একমাত্র গোলদাতা আইয়েম হোসেনি।

খেলার শুরুতেই প্রত্যাশা অনুযায়ী গোল পেয়ে যায় আর্জেন্টিনা। ১৩ মিনিটে প্রতিপক্ষের সীমানায় একটি আক্রমণ থেকে  ম্যানচেস্টার সিটি তারকা হুলিয়ান আলভারেজ বুক দিয়ে নামিয়ে বল দেন তিয়াগো আলমদাকে। বাম প্রান্ত দিয়ে বল জালে জড়িয়ে দলকে ১-০ গোলে এগিয়ে নেন তিনি।

তবে এই গোল ধরে রাখতে পারেনি লাতিনের ফুটবল পরাশক্তি। এশিয়ান দেশ ইরাক ফিরে আসে ম্যাচে।  প্রথমার্ধের যোগ করা সময়ের চতুর্থ মিনিটে চমক দেখায় ইরাক। আয়মেন হোসেনি লাফানো হেডে দলকে সমতায় ফেরান।

বিরতির পর ৫৪ মিনিটে দ্বিতীয় গোলের সুযোগ পেয়েছিলেন আলমাদা। তার ফ্রি কিক থেকে মারা শট ইরাকের গোলরক্ষক হোসেনি হাসান দারুণ দক্ষতায় ঠেকিয়ে দেন।

তবে এগিয়ে যেতে দেরি হয়নি আর্জেন্টাইনদের। ৬২ মিনিটে কেভিন জেননের ক্রস থেকে হেডে দলকে এগিয়ে নেন লুসিয়ানো গুন্দু।

এরপর একের পর এক আক্রমণে ইরাককে কোণঠাসা করতে থাকে আর্জেন্টিনা, ফলও পায় তারা। ৮৪ মিনিটে আবারও অ্যাসিষ্ট করেন জেনোন। তার কাছ থেকে  বল নিয়ে ইজিকুয়েল ফের্নান্দেজ ডান কোণা দিয়ে বল পাঠিয়ে দেন জালে। ইরাকের দ্বিতীয় দফায় ম্যাচে ফেরার সম্ভাবনা তখন নিভে যায়।

শেষ কয়েক মিনিট দুই দলই কিছু সুযোগ পেয়েছিল। তবে তা থেকে আর গোলের পরিস্থিতি তৈরি হয়নি।

Comments

The Daily Star  | English

World leaders split as ICC issues arrest warrant for Netanyahu

The court also issued warrants for Israel's former defence minister as well as Hamas's military chief Mohammed Deif

45m ago