পুলিশি বাধায় বরিশালে নিহত শিক্ষার্থীদের স্মরণে শোক মিছিল পণ্ড
কোটা সংস্কার আন্দোলনে নিহত শিক্ষার্থীদের স্মরণে বরিশালে আয়োজিত শোক মিছিল পুলিশের বাধায় পণ্ড হয়েছে।
আজ শুক্রবার সকাল সাড়ে ১১টার দিকে নগরীর ফকির বাড়ি রোডে বাসদ কার্যালয় থেকে শোক মিছিল বের করার চেষ্টা করে বাম গণতান্ত্রিক ফ্রন্ট।
মিছিল নিয়ে সড়কে যাওয়ার চেষ্টা করলে পুলিশ এসে বাধা দেয়।
বরিশাল বাম গণতান্ত্রিক ফ্রন্টের সদস্যসচিব ডা. মনীষা চক্রবর্তী দ্য ডেইলি স্টারকে বলেন, 'আমরা নিহত শিক্ষার্থীদের স্মরণে শোক মিছিল বের করতে চেয়েছিলাম। কিন্তু পুলিশের বাধায় বের করতে পারিনি। পরে বাসদ কার্যালয়ে নিন্দা জানিয়ে আমরা সংক্ষিপ্ত সভা করি।'
তিনি আরও বলেন, 'আমরার যখন শোক র্যালি নিয়ে সড়কে যেতে চেয়েছিলাম তখন পুলিশের পক্ষ থেকে মিছিল করা যাবে না বলে জানানো হয়। পরে আমরা বাধ্য হয়ে ফিরে যাই। তবে আজ হোক বা পরে হোক আমাদের প্রতিবাদ অব্যাহত থাকবে, এর চেয়ে বেশি শক্তি নিয়ে আরও প্রতিবাদ কর্মসূচি পালন করব।'
এদিকে শোক মিছিল প্রতিহত করতে সকাল ১১টা থেকে পুলিশ, র্যাব, ও সেনাবাহিনীর সদস্যরা সদর রোডে অবস্থান নেয়। সে সময় নগর জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
জানতে চাইলে কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিচুল হক ডেইলি স্টারকে বলেন, 'কারফিউ শিথিলের সময় হলেও কোনো গণজমায়েত ও মিছিল করার সুযোগ নেই। আমরা এটা জানালে কর্মসূচি বাতিল করে আয়োজকরা।'
Comments