গায়েবানা জানাজা কর্মসূচিতে পুলিশি বাধার অভিযোগ বিএনপির

গায়েবানা জানাজা কর্মসূচিতে পুলিশি বাধার অভিযোগ বিএনপির
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর | ছবি: টেলিভিশন থেকে নেওয়া

কোটা সংস্কার আন্দোলনে পুলিশের গুলিতে এবং ছাত্রলীগ নেতাকর্মী ও শিক্ষার্থীদের সংঘর্ষে নিহতদের রুহের মাগফিরাত কামনায় আয়োজিত গায়েবানা জানাজা কর্মসূচিতে পুলিশ বাধা দিয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপি নেতারা।

আজ বুধবার দুপুরে রাজধানীর বায়তুল মোকাররম মসজিদ প্রাঙ্গণে বিএনপি গায়েবানা জানাজা কর্মসূচি অনুষ্ঠিত হয়।

কর্মসূচি শেষে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গণমাধ্যমকর্মীদের বলেন, 'কোটার ব্যাপারে শিক্ষার্থীরা যে আন্দোলন করছিল, সেই যৌক্তিক আন্দোলনে সরকার গত কয়েক দিন ধরে তার আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং তাদের লেলিয়ে দেওয়া আওয়ামী সন্ত্রাসীদের দিয়ে একটা ত্রাসের রাজত্ব সৃষ্টি করেছে।'

তিনি বলেন, 'ঢাকা বিশ্ববিদ্যালয়সহ ঢাকা মহানগরের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে, ঢাকার বাইরে চট্টগ্রাম, বগুড়া, রংপুর, বরিশালসহ বিভিন্ন এলাকায় এই সরকারি বাহিনী এবং সন্ত্রাসী বাহিনী গুলি-সন্ত্রাস-নির্যাতন করে এই আন্দোলন বন্ধ করার প্রচেষ্টা চালিয়েছে। এর ফলে আপনারা দেখেছেন ছয়জন শিক্ষার্থী নিহত হয়েছেন।

'আপনারা দেখেছেন রংপুরে সাঈদকে কীভাবে সরাসরি গুলি করে হত্যা করা হয়েছে। এ রকম ভয়াবহ ঘটনা আমরা জীবনে কখনো দেখিনি! আজকে অত্যন্ত দুঃখের সঙ্গে বলতে হয়, এই ধরনের দমননীতি, হত্যা, গুম করে সরকার আজকে জোর করে ক্ষমতায় টিকে আছে,' যোগ করেন তিনি।

বিএনপি মহাসচিব বলেন, 'ছাত্রদের একটি ন্যায়সঙ্গত দাবি কোটার ব্যাপারে, এটা তারা আলাপ-আলোচনার মাধ্যমেই শেষ করতে পারতো, শুধুমাত্র জেদের কারণে আজকে তারা হত্যাকাণ্ড ঘটিয়েছে। এই হত্যাকাণ্ডের প্রতিবাদ আমরা জানিয়েছি। আজকেও আমরা গায়েবি জানাজা কর্মসূচিতে এখানে এসেছিলাম। আপনারা দেখেছেন, মসজিদে তারা প্রবেশ বন্ধ করে দিয়ে কীভাবে বাধা প্রদান করেছে। কয়েকজন গ্রেপ্তারও হয়েছে।

'গতকাল আপনারা দেখেছেন, আগের মতো সম্পূর্ণ একটা নাটক সাজিয়ে বিএনপি অফিসে ককটেল, বোমা, লাঠিসোঁটা রেখে দিয়ে ছবি তুলে আবার বিএনপিকে দোষারোপ করার চেষ্টা করছে। আমরা দ্যর্থকণ্ঠে বলতে চাই, এই আন্দোলনের সঙ্গে শিক্ষার্থীরা সরাসরি জড়িত। আমরা এই আন্দোলনের সঙ্গে কখনোই সরাসরি জড়িত নই। আমরা তাদের নৈতিক সমর্থন দিয়েছি এবং দিয়ে যাব। কারণ আমরা মনে করি, তাদের এই আন্দোলন যুক্তিসঙ্গত।'

গায়েবানা জানাজা কর্মসূচিতে পুলিশি বাধার অভিযোগ বিএনপির
বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস | ছবি: টেলিভিশন থেকে নেওয়া

দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, 'আমি বুঝতে পারছি না যে, জানাজা পড়লে কী হবে? বাধা দেওয়াটাই তো অন্যায়!'

গত রাতে বিএনপি কার্যালয়ে পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) অভিযান প্রসঙ্গে তিনি বলেন, 'বিএনপি অফিসে হাজার বছর ধরে ককটেল পাওয়া যাচ্ছে! বিএনপি অফিস একটি কথিত ফ্যাক্টরি—যখনই যায়, তখনই পেয়ে যায়। আমরা ৪০ বছর যাবত বিএনপি অফিসে যাই, আমরা এক দিনও কিছু পেলাম না।'

আব্বাস বলেন, 'আমি কয়েক দিন আগে বলেছিলাম, ছাত্র আন্দোলনকে ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য অপকৌশল করছে সরকার। এটা জনগণের দৃষ্টি অন্যদিকে নেওয়ার জন্য। আমরা তো কোনো আন্দোলনের কর্মসূচি দেইনি। আমরা শুধু বলেছি, ওদের দাবি-দাওয়াগুলো ন্যায্য। বারবার বলা হচ্ছে, বিএনপি উসকানি দিচ্ছে। আমরা কেন উসকানি দেবো!'

পল্টন থানার পরিদর্শক (তদন্ত) সেন্টু মিয়া দ্য ডেইলি স্টারকে বলেন, 'বিএনপি নেতাকর্মীরা পুলিশের ওপর হামলা চালিয়েছে। এতে কয়েকজন পুলিশ সদস্য আহত হয়েছেন। হামলা চালানোর অভিযোগে ঘটনাস্থল থেকে কয়েকজন আটক করা হয়েছে।'

Comments

The Daily Star  | English

Sinner dethrones Alcaraz to capture maiden Wimbledon crown

Jannik Sinner downed Carlos Alcaraz 4-6, 6-4, 6-4, 6-4 on Sunday to win his first Wimbledon title, gaining sweet revenge for his painful defeat in the French Open final.

4h ago