চট্টগ্রামে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের হামলা

ষোলশহরে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের হামলা। ছবি: এফ এম মিজানুর রহমান/স্টার

বন্দরনগরী চট্টগ্রামের ষোলশহরে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলা চালিয়েছে ছাত্রলীগ।

আজ সোমবার বিকেল ৫টার দিকে ষোলশহরে অবস্থানরত আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর চড়াও হয় নগর ছাত্রলীগের একটি অংশ।

প্রত্যক্ষদর্শীরা জানায়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে শাটল ট্রেন না আসায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রায় ৫০০ শিক্ষার্থী দুপুর থেকে ষোলশহরে অপেক্ষা করেন।

পরে তারা সেখানে অবস্থান নিয়ে প্রতিবাদ বিক্ষোভ করেন। একপর্যায়ে বিকেল ৫টার দিকে নগরীর ২ নম্বর গেট এলাকার দিক থেকে ছাত্রলীগের ২০০ নেতাকর্মী সেখানে গিয়ে শিক্ষার্থীদের ওপর হামলা চালায়।

ছাত্রলীগের নেতাকর্মীরা ইট-পাটকেল নিক্ষেপ করে। এরপর শিক্ষার্থীরা পাল্টা পাথর নিক্ষেপ শুরু করে। এ ঘটনায় অবশ্য তাৎক্ষণিক কেউ আহত হয়েছেন কিনা জানা যায়নি।

পরে পাশে কেজিডিসিএল কার্যালয়ের সামনে উভয়পক্ষ সংঘর্ষে জড়ায়। প্রায় ২০ মিনিট দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয় এবং ছাত্রলীগ ৩টি ককটেল বিস্ফোরণ ঘটায় বলে প্রত্যক্ষদর্শীরা জানায়।

ঘটনার সময় আশেপাশে পুলিশের অবস্থান থাকলেও তারা নিষ্ক্রিয় ছিল। পুলিশের পক্ষ থেকে সংঘর্ষ থামানোর চেষ্টা হয়নি বলে অভিযোগ করেন আন্দোলনরত শিক্ষার্থীরা।

এরপর শিক্ষার্থীরা সড়কে অবস্থান নিয়ে হামলার প্রতিবাদ করেন। সবশেষ সন্ধ্যা ৬টা পর্যন্ত ওই সড়কে যান চলাচল বন্ধ আছে।  

জানতে চাইলে মহানগর পুলিশের উপকমিশনার (উত্তর) মোখলেছুর রহমান দ্য ডেইলি স্টারকে বলেন, 'এটা হামলার ঘটনা না, এটা সংঘর্ষ। পুলিশ নিষ্ক্রিয় ছিল না। পুলিশ ছিল দেখেই সংঘর্ষ বাড়েনি।     

Comments

The Daily Star  | English
compensation for uprising martyrs families

Each martyr family to get Tk 30 lakh: Prof Yunus

Vows to rehabilitate them; govt to bear all expenses of uprising injured

3h ago