এসি বিকল, মাঝ আকাশ থেকে ফিরে এলো বাংলাদেশ বিমানের ফ্লাইট

উড়োজাহাজের এসি বিকল থাকায় মাঝ আকাশ থেকে বিমানের একটি ফ্লাইট ঢাকায় ফেরত এসেছে। আজ বৃহস্পতিবার সকালের এ ঘটনা ঘটে।

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সূত্র জানায়, ঢাকা থেকে চট্টগ্রামগামী বিমানের ফ্লাইটটি সকাল ৮ টায় ঢাকা থেকে রওনা হয়। তবে এসি থেকে যে বাতাস বের হচ্ছিল তাতে বিমানের কেবিন ঠান্ডা হচ্ছিল না। যাত্রীদের বিরক্তির বিষয়টি কেবিন ক্রুর মাধ্যমে পাইলটকে জানানো হয়। পরে পাইলট ঢাকায় ফিরে আসার সিদ্ধান্ত নেন।

সকাল ৮টা ৩৫ মিনিটে ড্যাশ ৮-৪০০ উড়োজাহাজের ফ্লাইটটি ঢাকায় অবতরণ করে। মেরামতের জন্য উড়োজাহাজটি মেরামতের জন্য হ্যাঙ্গারে রাখা হয়েছে।

ফ্লাইটের সব যাত্রী সুস্থ আছে বলে জানিয়েছে বিমান কর্তৃপক্ষ।

এ বিষয়ে জানতে চাইলে বিমানের জনসংযোগ বিভাগের মহাব্যবস্থাপক বোসরা ইসলাম জানান, উড্ডয়নের ২০ মিনিট পর কেবিন গরম হয়ে যাওয়ায় ফ্লাইটটি ঢাকায় ফেরার সিদ্ধান্ত নেয়। যাত্রীদের ফ্লাইট থেকে নামিয়ে দেওয়া হয়। পরে ৯টা ৫০ মিনিটে আরেকটি ফ্লাইটে যাত্রীদের চট্টগ্রামে পাঠানো হয়।

Comments

The Daily Star  | English

Khaleda to fly to London for treatment Tuesday night: Fakhrul

BNP top brass meets party chief at her residence

1h ago