ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে টায়ারে আগুন জ্বালিয়ে শিক্ষার্থীদের বিক্ষোভ

টায়ারে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা। ছবি: স্টার

কুমিল্লার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে টায়ারে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করছেন কোটা বাতিলের দাবিতে আন্দোলনকারী কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষার্থীরা।

আজ বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টার দিকে কোটবাড়ী ক্রসিংয়ে এই ঘটনা ঘটে।

দ্য ডেইলি স্টারের সংবাদদাতা জানান, সন্ধ্যা পৌনে ৬টার দিকে বৃষ্টি শুরু হয়। বৃষ্টি উপেক্ষা করেই শিক্ষার্থীরা তাদের আন্দোলন চালিয়ে যাচ্ছেন।

বৃষ্টির মধ্যেই কর্মসূচি পালন করছেন শিক্ষার্থীরা। ছবি: স্টার

এর আগে শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল নিয়ে কুবি সড়কের আনসার ক্যাম্পের সামনে গেলে পুলিশ তাদের পথ আটকে দেয়। তখন সেখানেই পুলিশের বিপক্ষে শিক্ষার্থীরা স্লোগান দিতে শুরু করেন। এক পর্যায়ে পুলিশের সঙ্গে তাদের ধাক্কাধাক্কি শুরু হয়। তখন পুলিশ শিক্ষার্থীদের লক্ষ্য করে লাঠিচার্জ ও টিয়ারশেল নিক্ষেপ করে। এতে বেশ কয়েকজন শিক্ষার্থীর পাশাপাশি দুই সাংবাদিকও আহত হন।

কুবি সড়কের আনসার ক্যাম্পের সামনে শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়। ছবি: সংগৃহীত

এরপর শিক্ষার্থীরা মিছিল নিয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে আসেন। 

কুমিল্লা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার নাজমুল হাসান বলেন, আমরা জনগণের জানমালের নিরাপত্তা ও অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে ঘটনাস্থলে অবস্থান করছি।

Comments

The Daily Star  | English

July 6, 2024: 'Bangla Blockade' announced

Beyond Dhaka, protesters hold the streets with equal resolve

22h ago