বৃহস্পতি-শুক্রবার ৫ বিভাগে অতি ভারী বর্ষণ, সিলেট-চট্টগ্রামে ভূমিধসের শঙ্কা

কোথায় কেমন বৃষ্টি হবে, গরম কমছে না কেন
স্টার ফাইল ফটো | ছবি: পলাশ খান/স্টার

মৌসুমি বায়ুর প্রভাবে রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, সিলেট ও চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

ভারী বর্ষণের কারণে সিলেট ও চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকার কোথাও কোথাও ভূমিধসের আশঙ্কা রয়েছে।

রাজধানী ঢাকার অধিকাংশ জায়গায় হালকা থেকে মাঝারী ধরনের বৃষ্টি হতে পারে।

প্রসঙ্গত, ২৪ ঘণ্টায় ৪৪ থেকে ৮৮ মিলিমিটার বৃষ্টিকে ভারী এবং ৮৯ মিলিমিটারের বেশি বৃষ্টি হলে অতি ভারী বর্ষণ বিবেচনা করা হয়।

আজ বৃহস্পতিবার সকালে আবহাওয়াবিদ মোহাম্মদ আবদুর রহমান খান জানিয়েছে, এদিন সকাল ১১টা থেকে পরবর্তী ৪৮ ঘণ্টা এই পাঁচ বিভাগে ভারী থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে।

এছাড়া, দেশের ১৫ জেলার নদী বন্দরকে এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

পূর্বাভাস অনুসারে, দিনাজপুর, রংপুর, ময়মনসিংহ, সিলেট, ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, কুষ্টিয়া, যশোর, বরিশাল, পটুয়াখালী, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম ও কক্সবাজার জেলার ওপর দিয়ে দক্ষিণ-দক্ষিণপূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।

সেই সঙ্গে হতে পারে বজ্রসহ বৃষ্টি। নৌ দুর্ঘটনা এড়াতে এসব জেলার নদী বন্দরগুলোকে এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলেছে অধিদপ্তর।

পূর্বাভাস আরও বলছে, আজ সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা এক থেকে দুই ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমে যেতে পারে। আগামীকালও তাপমাত্রা সামান্য কমার সম্ভাবনা রয়েছে।

আজ সকাল ৬টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় সিলেটে সর্বোচ্চ ১১৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অধিদপ্তর।

Comments

The Daily Star  | English

Chhatra Dal rally begins at Shahbagh

BNP’s Acting Chairman Tarique Rahman joined the rally virtually as the chief guest

2h ago