শাহবাগ মোড় থেকে অবরোধ তুলে নিয়েছেন শিক্ষার্থীরা, শনিবার বিক্ষোভ

অবরোধ তুলে নেওয়ার পর শাহবাগ এলাকায় যান চলাচল স্বাভাবিক হয়। ছবি: স্টার

ছয় ঘণ্টা পর শাহবাগ মোড় থেকে অবরোধ তুলে নিয়েছেন সরকারি চাকরিতে কোটা বাতিলের দাবিতে বিক্ষোভরত শিক্ষার্থীরা। ফলে ওই এলাকায় যান চলাচল স্বাভাবিক হয়েছে।

আজ বৃহস্পতিবার দুপুর ১২টা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ও এর অধিভুক্ত সাত কলেজের শিক্ষার্থীরা বিক্ষোভ শুরু করেন, যা সন্ধ্যা ৬টা পর্যন্ত চলে।

সরকারি চাকরিতে কোটা পদ্ধতি পুনর্বহালের প্রতিবাদে আগামী রোববার থেকে নতুন করে ক্লাস-পরীক্ষা বর্জনের কর্মসূচি ঘোষণা করেছেন শিক্ষার্থীরা।

আজ 'কোটা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন'র ব্যানারে করা বিক্ষোভ কর্মসূচি থেকে শিক্ষার্থীরা নতুন কর্মসূচির এই ঘোষণা দেন।

আন্দোলনের অন্যতম সংগঠক নাহিদ ইসলাম জানান, শনিবার সব কলেজ ও বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ কর্মসূচি পালন করা হবে।

এর আগে দুপুর ১২টা থেকে কয়েকশ শিক্ষার্থী শাহবাগ মোড়ে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন, যে কারণে প্রায় ছয় ঘণ্টা যান চলাচল ব্যাহত হয়।

শিক্ষার্থীদের অবরোধের কারণে বাংলামোটর থেকে শাহবাগ, সায়েন্সল্যাব ও কাকরাইলের মধ্যবর্তী সড়কে তীব্র যানজট দেখা দেয়।

যানজটে আটকা পড়া নিলুফার ইয়াসমিন বলেন, 'গাজীপুর থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হওয়া ভাইকে দেখতে এসেছি। যানজটের কারণে কোনো গাড়িই চলাচল করতে পারছে না। ক্লান্ত লাগছে। কিন্তু আমাকে এক কিলোমিটার পথ হাঁটতে হবে।'

সরকারি চাকরিতে মুক্তিযোদ্ধাদের সন্তানদের জন্য ৩০ শতাংশ কোটা ব্যবস্থা পুনর্বহাল করতে হাইকোর্টের দেওয়া রায়ের প্রতিবাদে টানা তৃতীয় দিনের মতো শিক্ষার্থীরা শাহবাগে বিক্ষোভ করেছেন।

এর আগে আজ সুপ্রিম কোর্টের আপিল বিভাগ হাইকোর্টের রায় পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বহাল রাখার আদেশ দিয়েছেন।

Comments

The Daily Star  | English

Dhaka airport receives 2nd bomb threat

Operations at HSIA continue amid heightened security

1h ago