হেফাজত নেতা মামুনুলের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

মামুনুল হক। স্টার ফাইল ছবি

হেফাজতে ইসলামের সাবেক যুগ্ম-মহাসচিব মামুনুল হকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে নারায়ণগঞ্জের একটি আদালত। 

আজ মঙ্গলবার দুপুরে নারায়ণগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক নাজমুল হক শ্যামল এ আদেশ দেন।

রাষ্ট্রপক্ষের কৌঁসুলি রকিবউদ্দিন আহমেদ দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, 'সোনারগাঁ থানায় করা একটি ধর্ষণ মামলার তদন্ত কর্মকর্তা পুলিশের উপপরিদর্শক এসএম শফিকুল ইসলামকে আজ জেরা করার দিন ধার্য ছিল। এ সময় আসামি মামুনুলের কাঠগড়ায় উপস্থিত থাকার কথা থাকলেও, তিনি ছিলেন না। পরে, আদালত তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।'

গত ৪ এপ্রিল এই আদালতে ধর্ষণ মামলায় জামিন পান মামুনুল হক।

জানতে চাইলে আসামিপক্ষের আইনজীবী ওমর ফারুক নয়ন বলেন, 'মামুনুল হক শারীরিকভাবে অসুস্থ। চিকিৎসক তাকে বিশ্রাম নিতে বলেছেন। আমরা আদালতে সময়ের আবেদন করেছিলাম। আদালত নামঞ্জুর করে দেন।'

উল্লেখ্য, ২০২১ সালের ৩ এপ্রিল নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার রয়েল রিসোর্টে এক নারীসহ অবরুদ্ধ হন মামুনুল হক। পরে ওই রিসোর্ট ভাঙচুর করে মামুনুলকে ছিনিয়ে নেন তার অনুসারীরা। একই বছরের ১৮ এপ্রিল মোহাম্মদপুরের জামিয়া রাহমানিয়া আরাবিয়া মাদ্রাসা থেকে তাকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর পুলিশের তেজগাঁও বিভাগ।

এ ঘটনার ২৭ দিন পর ৩০ এপ্রিল সোনারগাঁ থানায় মামুনুল হকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ এনে মামলা করেন তার সঙ্গে থাকা ওই নারী।


 

Comments

The Daily Star  | English

‘Shockingly insufficient’

"The proposed decision to allocate USD 250 billion per year for all developing countries is shockingly insufficient," said the adviser

3h ago