আইএমএফের ঋণের তৃতীয় কিস্তিতে ১১২ কোটি ডলার পাচ্ছে বাংলাদেশ

আইএমফের ঋণ
ছবি: রয়টার্স ফাইল ফটো

আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) অনুমোদিত ৪৭০ কোটি মার্কিন ডলার ঋণের তৃতীয় কিস্তির অর্থ পাচ্ছে বাংলাদেশ। এ দফার কিস্তির পরিমাণ ১১২ কোটি ডলার।

আজ আইএমএফের পরিচালনা পর্ষদের বৈঠকে ঋণের এই কিস্তি অনুমোদন হয়েছে।

বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র মেজবাউল হক ডেইলি স্টারকে বলেন, আজ অনুমোদন পাওয়া ঋণের কিস্তি আগামী দুএক দিনের মধ্যে রিজার্ভে যোগ হবে।

এর আগে দ্বিতীয় কিস্তিতে ৬৮ কোটি ১০ লাখ ডলার অনুমোদন দিয়েছিল আইএমএফ। আর প্রথম কিস্তিতে বাংলাদেশ পেয়েছিল ৪৭ কোটি ৬৩ লাখ ডলার পায় বাংলাদেশ।

প্রসঙ্গত, ২০২২ সালের জুলাই মাসে বাংলাদেশ আইএমএফের কাছে ঋণ চায়। ছয় মাস পর সংস্থাটি ৩০ জানুয়ারি ৪৭০ কোটি ডলার ঋণ দেওয়ার সিদ্ধান্ত নেয়। ২০২৬ সাল পর্যন্ত সাড়ে তিন বছরে মোট সাত কিস্তিতে এ অর্থ পাওয়া যাবে।

Comments