তামিলনাড়ুতে বিষাক্ত মদে মৃতের সংখ্যা বেড়ে ৫৬

তামিলনাড়ুতে বিষাক্ত মদ পান করে মৃত ব্যক্তিদের পরিবারের সদস্যরা মরদেহকে ঘিরে আহাজারি করছেন। ছবি: এএফপি
তামিলনাড়ুতে বিষাক্ত মদ পান করে মৃত ব্যক্তিদের পরিবারের সদস্যরা মরদেহকে ঘিরে আহাজারি করছেন। ছবি: এএফপি

বিষাক্ত মদ পান করে ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য তামিলনাড়ুতে মৃতের সংখ্যা বেড়ে ৫৬ হয়েছে। এ ঘটনায় চিকিৎসাধীন রয়েছেন আরও ১১৭ জন।

আজ সোমবার রাজ্যের পুলিশের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে এএফপি।

গত সপ্তাহে কাল্লাকুরিচি জেলার কয়েকশ মানুষ স্থানীয় ভাবে উৎপাদিত মদ 'আরক' পান করেন। মদের এই ব্যাচের সঙ্গে রাসায়নিক উপকরণ মিথানল মেশানো হয়েছিল।

প্রতি বছরই ভারতে শত শত মানুষ অবৈধ বা অনানুষ্ঠানিক চোলাইখানায় উৎপাদিত সস্তা মদ পান করে মারা যান। তবে এবারের বিষক্রিয়ার ঘটনাটি সাম্প্রতিক বছরগুলোতে সবচেয়ে ভয়াবহ।

ভারতে মদকে আরও কড়া করে তোলার জন্য প্রায়ই এর সঙ্গে মিথানল মেশানো হয়। রাসায়নিক এই উপকরণটি অন্ধত্ব সৃষ্টি করতে পারে। পাশাপাশি লিভারের স্থায়ী ক্ষতি ও মৃত্যুরও কারণ হতে পারে মিথানল।

জেলার শীর্ষ পুলিশ কর্মকর্তা রজত চতুর্বেদী এএফপিকে বলেন, 'এখন পর্যন্ত ৫৬ জনের মৃত্যু হয়েছে এবং প্রায় ১১৭ জন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।'

রাজ্যের রাজনৈতিক দলগুলো এই মৃত্যুর ঘটনায় একে অপরকে দোষারোপ করা অব্যাহত রেখেছে।

আজ সোমবার ঘটনাস্থলে স্থানীয় বিরোধী দলের নেতারা বিক্ষোভ করেন।

তামিলনাড়ুতে বিষাক্ত মদ পান করে অসুস্থ হয়ে পড়া ব্যক্তিরা হাসপাতালে চিকিৎসাধীন আছেন। ছবি: এএফপি
তামিলনাড়ুতে বিষাক্ত মদ পান করে অসুস্থ হয়ে পড়া ব্যক্তিরা হাসপাতালে চিকিৎসাধীন আছেন। ছবি: এএফপি

তামিলনাড়ুতে মদ বেচাকেনায় কোনো নিষেধাজ্ঞা নেই। তবে আইনি প্রক্রিয়ায় বিক্রি হওয়া মদের চেয়ে কম দামে কালোবাজারে মদ বিক্রি হয়।

গত বছর বিষাক্ত মদ পান করে বিহারে অন্তত ২৭ জনের মৃত্যু হয়। ২০২২ সালে গুজরাটে ৪২ জন বিষাক্ত মদ পান করে প্রাণ হারান।

ভারতের গণমাধ্যমে জানানো হয়েছে, কাল্লাকুরিচি জেলার দরিদ্র দিনমজুর ও শ্রমিকরা প্লাস্টিকের ব্যাগে করে এ ধরনের মদ নিয়মিত কিনতেন, যার দাম পড়তো ব্যাগ প্রতি ৬০ রূপি। তারা এই মদ পান করে কাজে যেতেন।

তবে এবার মদ কিনে পান করার পর এক মর্মান্তিক পরিস্থিতির সৃষ্টি হয়। অনেকেই চোখে কিছু দেখছিলেন না। বাকিরা সড়কে ঢলে পড়েন এবং অনেক মানুষকে হাসপাতালে নেওয়ার আগেই তাদের মৃত্যু হয়।

Comments

The Daily Star  | English

Fakhrul calls for unity among parties to restore democracy

Says empowering people through elections is the shared responsibility of all political forces

6m ago