আগে ব্যাট করাই আদর্শ ছিলো: সাকিব

তাছাড়া স্পিনারদের দিয়ে বোলিং শুরু করার সিদ্ধান্তও যে তার পছন্দ ছিলো না, সেই ইঙ্গিতও দিয়েছেন সাকিব।
Shakib Al Hasan

টস জিতে ভারতকে আগে ব্যাট করতে না দিয়ে নিজেরাই ব্যাটিং করা আদর্শ হতো বলে মনে করেন সাকিব আল হাসান। তাছাড়া স্পিনারদের দিয়ে বোলিং শুরু করার সিদ্ধান্তও যে তার পছন্দ ছিলো না, সেই ইঙ্গিতও দিয়েছেন তিনি।

অ্যান্টিগায় সুপার এইটের ম্যাচে ভারতের কাছে পাত্তাই পায়নি বাংলাদেশ। আগে ব্যাটিং পেয়ে ১৯৬ রানের বিশাল পুঁজি গড়ে তারা। জবাবে পুরো ওভার ব্যাট করেও বাংলাদেশ ১৪৬ রানের বেশি করেনি।

৫০ রানের বিশাল হারের পর দলের খেলার ধরণের সঙ্গে অধিনায়কের নেওয়া সিদ্ধান্তও পড়েছে প্রশ্নের মুখে। ব্যাট করার জন্য বেশ ভালো উইকেটে কেন বাংলাদেশ আগে ভারতকে ব্যাট করতে দিল এই প্রশ্নই সবচেয়ে চড়া।

টস জিতে ফিল্ডিং নেওয়ার সময় শান্ত জানান,  প্রতিপক্ষকে ১৫০ থেকে ১৬০ রানের মধ্যে আটকে রাখতে পারলে ম্যাচ জিততে পারেন তারা। কিন্তু বাস্তবতার কাছাকাছিও ছিলো না তার পর্যবেক্ষণ।

খেলা শেষে সংবাদ সম্মেলনে এসে অভিজ্ঞ ক্রিকেটার সাকিব জানান তার কাছেও মনে হয়েছে আগে ব্যাটিং করাই ছিলো আদর্শ,  'আপনি যদি ব্যক্তিগতভাবে জিজ্ঞেস করেন ক্যারিবিয়ানে দুই একটা ম্যাচ ছাড়া (আগে ব্যাটিং উপযোগী)।  ইংল্যান্ড শুধু ১৮০ তাড়া করেছিল। এছাড়া শুরুতে ব্যাটিং নেওয়াই ট্রেন্ড বেশিরভাগ দলের, তারা সফলও এটা করে। পরিসংখ্যান দেখলে আগে ব্যাট করাই আদর্শ হতো। অধিনায়ক ও কোচ হয়ত অন্যভাবে চিন্তা করেছেন। আমরা হয়ত ভেবেছি তাদের নাগালের মধ্যে আটকে রাখতে পারব।'

এই সিদ্ধান্তে অভিজ্ঞ ক্রিকেটার হিসেবে তার কোন অভিমত দেয়ার ছিলো কিনা এমন প্রশ্ন এড়িয়ে তিনি বলেন,  'দলের যখন নেতা একজন থাকবে সিদ্ধান্ত তার। যদি ভাল করতে পারতাম অধিনায়কের কৃতিত্ব হত। খারাপ করলে তাদের সিদ্ধান্তের উপর আমরা প্রশ্ন রাখি। এটা খুবই যুক্তিযুক্ত। এটা এভাবেই হয়। যদি দেখা যেত প্রথম দুই ওভারে দুটি উইকেট নিয়ে নিছি তাহলে মনে হতো ব্যাটিং করলে ভালো হতো। নিতে পারিনি তখন মনে হচ্ছে আগে ব্যাট করলে ভাল হত।'

আগে বোলিং নেওয়ার মতন বোলিং আক্রমণেও ভুল করে বাংলাদেশ। বিরাট কোহলি ও রোহিত শর্মার সামনে শান্ত প্রথম দুই ওভার দেন দুই স্পিনারকে। তাতে আগ্রাসী শুরু পেয়ে মোমেন্টাম নিয়ে নেয় ভারত। এই সিদ্ধান্তও যে সাকিবের পছন্দ হয়নি আকারে ইঙ্গিতে তা বুঝিয়ে দেন তিনি,  'এটা আসলে আমার জন্য ব্যাখ্যা করা কঠিন (কেন স্পিনার দিয়ে শুরু)। কোচ ও অধিনায়কের সিদ্ধান্ত এটা। কে কখন বল করবে এটা তাদের সিদ্ধান্ত। আমার জন্য ব্যাখ্যা করা কঠিন। উইকেট দেখে হয়ত তাদের শুস্ক মনে হয়েছে। তারা ভেবেছে স্পিনারদের সাহায্য থাকবে।'

'এটা খুব ভালো ব্যাটিং উইকেট। যেটা আমি বলব। মাঝের ওভারে স্পিনারদের বল করা সহজ পাওয়ার প্লের চেয়ে।' 

সাকিবের নিজের পারফরম্যান্সও এদিন ছিলো বিবর্ণ। বল হাতে ৩ ওভারে ৩৭ রান দেওয়া সাকিব ব্যাট করতে নেমে ৭ বলে করেন ১১ রান।

Comments