সিরাজদিখানে বাস-সিএনজি অটোরিকশা সংঘর্ষে নিহত ২

মুন্সীগঞ্জের সিরাজদিখানে বাসের ধাক্কায় সিএনজি অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছেন। ছবি: সংগৃহীত

মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার খারসুর তালতলা এলাকায় ঢাকা-নবাবগঞ্জ সড়কে যাত্রীবাহী বাস ও সিএনজি চালিত অটোরিকশার সংঘর্ষে অটোরিকশায় থাকা দুই জন নিহত ও তিন জন আহত হয়েছেন।

আজ শনিবার সকালে নবকলি পরিবহনের নবাবগঞ্জগামী একটি বাস ও ঢাকাগামী একটি সিএনজি অটোরিকশার সংঘর্ষে সিএনজি অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায়।

নিহতরা হলেন শেখ আব্দুর রহমান (৫৮) ও শাহীন হোসেন (২৬)। তাদের বাড়ি ঢাকার দোহার উপজেলায়।

শেখরনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ জসিম উদ্দিন এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, অটোরিকশায় ছয় জন ছিলেন। দুই জনই ঘটনাস্থলে নিহত হন। নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য নবাবগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। এ ব্যাপারে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

Comments

The Daily Star  | English

Nowfel gained from illegal tobacco trade

Former education minister Mohibul Hassan Chowdhury Nowfel received at least Tk 3 crore from a tobacco company, known for years for illegal cigarette production and marketing including some counterfeit foreign brands. 

1h ago