বাঘাইছড়িতে আঞ্চলিক দলের সঙ্গে গ্রামবাসীর সংঘর্ষ, গুলিতে নিহত ১

স্টার অনলাইন গ্রাফিক্স

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় স্থানীয় গ্রামবাসীদের সঙ্গে আঞ্চলিক দলের সংঘর্ষে গুলিতে ১ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ২ জন।

আজ মঙ্গলবার দুপুর ২টার দিকে উপজেলার সাজেক ইউনিয়নের বাঘাইহাট বাজারে এই সংঘর্ষ হয়। এতে গুলিবিদ্ধ হয়ে নাঈম (৩৫) নামের একজন মারা যান। তিনি একজন পরিবহন সুপারভাইজার।

সাজেক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আবুল হোসেন ও স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।

স্থানীয়দের ভাষ্য, বাঘাইছড়ি উপজেলা নির্বাচন ঘিরে গত ৯ জুন থেকে জনসংহতি সমিতি-এমএন লারমা ও ইউপিডিএফ-গণতান্ত্রিক দলের অর্ধশতাধিক নেতাকর্মী বাঘাইছড়ি বাজারে অবস্থান নিয়ে ছিলেন। তারা স্থানীয়দের বিভিন্নভাবে হয়রানি করতেন। বাঘাইহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অবস্থান নিয়ে থাকা ওই দলটিকে আজ বিক্ষুদ্ধ গ্রামবাসী চারদিক দিকে ঘিরে ফেলে। এ সময় গ্রামবাসীকে লক্ষ্য করে গুলি চালালে নাঈমসহ ৩ জন আহত হন। নাঈমকে গুলিবিদ্ধ অবস্থায় দীঘিনালা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। আহত অন্য দুজন হলেন—চিক্কোমনি চাকমা (৩০) ও সোনামনি চাকমা (২৮)। তাদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে। ঘটনার পর এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।   

দীঘিনালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক জয় চৌধুরী ডেইলি স্টারকে বলেন, 'নাঈম নামের একজনকে গুলিবিদ্ধ অবস্থায় স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসার পর যথাসাধ্য চেষ্টা করা হয়েছে। কিন্তু তাকে বাঁচানো যায়নি।'

সাজেক থানার ওসি আবুল হাসান বলছেন, এখন এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে।

Comments

The Daily Star  | English
BNP demands disclosure of power sector contracts

Disclose AL govt’s power, energy deals

The BNP yesterday demanded public disclosure of all the power and energy sector agreements made by the ousted Awami League government.

5h ago