খাগড়াছড়িতে কায়াকিং করতে গিয়ে পানিতে ডুবে শিশুর মৃত্যু

প্রতীকী ছবি

খাগড়াছড়ির মানিকছড়িতে ডিসি অ্যাডভেঞ্চার অ্যান্ড ইকো-ট্যুরিজম পার্কে কায়াকিং করার সময় পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে। 

পার্কের দায়িত্বরত কর্মী সাদাব ইয়াছিন জানান, আজ দুপুরে তিন সহপাঠী পার্কের লেকে কায়াকিং করার সময় দুর্ঘটনাটি ঘটে।

নিহত ইসরাফিল মানিকছড়ি উপজেলা গুচ্ছগ্রামের মো. নজরুল ইসলামের ছেলে। তাকে উদ্ধার করে মানিকছড়ি হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তার মৃত্যুর কথা জানান।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. মহিউদ্দিন জানান, হাসপাতালে পৌঁছানোর আগেই শিশুটির মৃত্যু হয়েছে।

মানিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইকবাল উদ্দিন বলেন, নিহতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ না থাকায় অপমৃত্যুর মামলা করে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ হস্তান্তর করা হবে।'

Comments

The Daily Star  | English

Mindless mayhem

The clashes between students of three colleges continued yesterday, leaving over 100 injured in the capital’s Jatrabari.

5h ago