পাহাড়ধস

৬ ঘণ্টা পর খাগড়াছড়ির সঙ্গে ঢাকা–চট্টগ্রাম যান চলাচল শুরু

ভোর ৫টার দিকে পাহাড় ধসের ঘটনা ঘটে
ভারী বৃষ্টিতে দীঘিনালায় বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। ছবি: সংগৃহীত

খাগড়াছড়ির আলুটিলায় পাহাড় ধসের ঘটনায় ঢাকা-চট্টগ্রামের সঙ্গে খাগড়াছড়ির যান চলাচল বন্ধের প্রায় ছয় ঘণ্টা পর আবার চালু হয়েছে।

টানা বৃষ্টিতে খাগড়াছড়ির আলুটিলার সাপাহার এলাকায় আজ মঙ্গলবার ভোর ৫টার দিকে পাহাড় ধসের ঘটনা ঘটে।

খাগড়াছড়ি ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা রাজেশ বড়ুয়া দ্য ডেইলি স্টারকে জানান, সকাল পৌনে ১১টার দিকে যান চলাচল স্বাভাবিক হয়।

এর আগে তিনি জানিয়েছিলেন, সড়ক পরিষ্কারের কাজ চলছে। আশা করি আধঘণ্টার মধ্যে পরিস্থিতি স্বাভাবিক হবে।

স্থানীয়রা জানান, টানা বর্ষণে মাইনী নদীর পানি বেড়ে বন্যার সৃষ্টি হয়েছে। নিম্নাঞ্চল দীঘিনালা-লংগদু সড়কের হেডকোয়ার্টার এলাকায় রাস্তা ডুবে যাওয়ার রাঙ্গামাটির লংগদুর সঙ্গে সারাদেশের সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে। ডুবে গেছে মেরুং বাজারও। টানা বর্ষণে দীঘিনালার মেরুং ও কবাখালি ইউনিয়নের প্রায় ২৫ গ্রাম প্লাবিত হয়েছে।

এদিকে, খাগড়াছড়ি-সাজেক সড়কের বাঘাইহাটে রাস্তা ডুবে যাওয়ায় সাজেকের সঙ্গে যান চলাচল বন্ধ রয়েছে। সড়ক যোগাযোগ বন্ধ হয়ে যাওয়ায় দুর্ভোগে পড়েন এলাকাবাসী ও পর্যটকেরা।

Comments