মানিকগঞ্জে সেতুর নিচ থেকে কারা হিসাবরক্ষকের মরদেহ উদ্ধার

মানিকগঞ্জ
স্টার অনলাইন গ্রাফিক্স

মানিকগঞ্জে ধলেশ্বরী নদীর একটি সেতুর নিচ থেকে এক কারা হিসাবরক্ষকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

নিহত শহিদুল ইসলাম (৫২) সিরাজগঞ্জের ভজন দরগাতি এলাকার আবুল হোসেনের ছেলে। তিনি গাজীপুরের কাশিমপুর হাইসিকিউরিটি কারাগারের হিসাবরক্ষক হিসেবে কর্মরত ছিলেন। স্ত্রী ও দুই মেয়েকে নিয়ে মানিকগঞ্জ শহরের গঙ্গাধরপট্টি এলাকায় ভাড়া বাসায় থাকতেন তিনি।

মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাবিল হোসেন জানান, শহিদুল ইসলাম তার কর্মস্থল গাজীপুর থেকে পরিবারের সঙ্গে ঈদ করতে মানিকগঞ্জে এসেছিলেন। সর্বশেষ রোববার রাত পৌনে ১১টার দিকে মেয়ের সঙ্গে মোবাইলে কথা হয় তার। এরপর থেকে তার ফোন বন্ধ পাওয়া যায়। আজ সকালে বিষয়টি তার পরিবার পুলিশকে জানায়।

এদিকে ঈদের সকালেই ৯৯৯ নম্বরে কল পেয়ে জাগির সেতুর নিচ থেকে একটি মরদেহ উদ্ধার করে পুলিশ। সেটিকে শহিদুল ইসলামের মরদেহ বলে শনাক্ত করে তার পরিবারের সদস্যরা।

ওসি হাবিল হোসেন জানান, শহিদুল ইসলামের মরদেহ ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ ২৫০ শয্যা হাসপাতালে পাঠানো হয়েছে। তিনি বলেন, 'তিনি কীভাবে মারা গেলেন সেটি এখনো বলা যাচ্ছে না। বহনকারী গাড়ি থেকে সেতুর নিচে পড়ে তার মৃত্যু হতে পারে।'

Comments

The Daily Star  | English

Will protect investments of new entrepreneurs: Yunus

Yunus held a meeting with young entrepreneurs at the state guest house Jamuna where15 male and female entrepreneurs participated

5h ago