সামিনা লুৎফাকে কেন অধ্যাপক পদে পদোন্নতি দেওয়া হবে না, ঢাবি কর্তৃপক্ষকে হাইকোর্ট

বাংলাদেশ হাইকোর্ট

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষক ড. সামিনা লুৎফাকে অধ্যাপক পদে পদোন্নতি না দেওয়ার কারণ দর্শানোর আদেশ দিয়েছেন হাইকোর্ট।

সামিনা লুৎফার করা রিট আবেদনের পরিপ্রেক্ষিতে গতকাল বুধবার হাইকোর্ট এই আদেশ দেন।

ঢাবি কর্তৃপক্ষকে দেওয়া আদেশে বলা হয়, সহযোগী অধ্যাপক সামিনা লুৎফাকে কেন পদোন্নতি না দেওয়ার সিদ্ধান্ত অবৈধ ঘোষণা করা হবে না আগামী চার সপ্তাহের মধ্যে আদালতে এর কারণ ব্যাখ্যা করতে হবে।

সামিনা লুৎফার পক্ষে শুনানিতে ছিলেন ব্যারিস্টার জোতির্ময় বড়ুয়া।

সামিনা লুৎফা এ ব্যাপারে দ্য ডেইলি স্টারকে বলেন, 'আমার এটা মনে করার প্রভুত কারণ আছে যে রাজনৈতিক বিবেচনায় আমাকে যোগ্যতা থাকা সত্ত্বেও বঞ্চিত করা হচ্ছে।'

Comments