সরকার দেশের রাজনৈতিক-অর্থনৈতিক কাঠামো ধ্বংস করেছে: ফখরুল

সরকার দেশের রাজনৈতিক-অর্থনৈতিক কাঠামো ধ্বংস করেছে: ফখরুল
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর | ছবি: টেলিভিশন থেকে নেওয়া

আওয়ামী লীগ সরকার দেশের রাজনৈতিক ও অর্থনৈতিক কাঠামো ধ্বংস করেছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বিপ্লবী ওয়ার্কার্স পার্টির ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আজ বুধবার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) মিলনায়তনে আয়োজিত 'বাংলাদেশে গণতন্ত্রের সংকট-উত্তরণের পথ' শীর্ষক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

ফখরুল বলেন, 'এই সরকারের অপকীর্তি স্বল্প সময়ে বলে শেষ করা যাবে না। প্রথম সর্বনাশ করেছে বাংলাদেশের রাজনৈতিক কাঠামো ধ্বংস করে দিয়েছে। আগেও করেছিল, এবার করেছে একটু ভিন্ন কায়দায়। এখন একটু শিক্ষিত হয়েছে, কীভাবে ছদ্মবেশী আবরণ দেওয়া যায়; সেই আবরণ দিয়ে, গণতন্ত্রের লেবাস পরিয়ে দিয়ে বাংলাদেশের রাজনৈতিক কাঠামো—সংবিধানের ভিত্তিতে যেটা আমরা গঠন করেছিলাম, সেটা ধ্বংস করেছে।'

আওয়ামী লীগ সত্যিকার অর্থে একটি একদলীয় ফ্যাসিবাদী শাসন প্রতিষ্ঠা করেছে বলেও এ সময় মন্তব্য করেন তিনি।

অর্থনৈতিক সব স্তম্ভগুলো নষ্ট করেছে মন্তব্য করে ফখরুল বলেন, 'আগে শুধু আমরাই কথা বলতাম, যারা বিরোধিতা করতাম। এখন কিন্তু দেশের প্রখ্যাত অর্থনীতিবিদরা কথা বলতে শুরু করেছেন। তারা দেখছেন, যদি এটা চলতেই থাকে তাহলে এই দেশের আর কোনো অস্তিত্ব থাকবে না।'

তিনি বলেন, 'আমরা যারা এর বিপক্ষে দাঁড়িয়েছি-বিরোধিতা করছি, আমাদের মূল লক্ষ্য এই সরকার পরিবর্তন হয়ে জনগণের একটি সরকার আসবে।'

মানুষ জেগে উঠেছে উল্লেখ করে বিএনপি মহাসচিব বলেন, 'সেই জেগে ওঠাকে কাজে লাগিয়ে চূড়ান্ত বিজয় অর্জন করা এখনো সম্ভব হয়নি, এ ধরনের আন্দোলন যখন হয়, সেটা একবারেই যে সব হয়ে যায় সেটা মনে করার কোনো কারণ নেই।'

Comments

The Daily Star  | English

Bhorer Kagoj announces closure

The major Bangla daily went to print on February 15, 1992 from Dhaka

45m ago