বংশালে হরিজন উচ্ছেদের নিন্দা সিপিবির, পুনর্বাসন দাবি

সিপিবি

বসবাসের বিকল্প ব্যবস্থা না করে পুরান ঢাকার বংশাল থেকে গরিব হরিজনদের উচ্ছেদের নিন্দা জানিয়েছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি)।

দলের নেতারা বলেছেন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন তার নিজস্ব এলাকায় ধনীদের অবৈধ স্থাপনা উচ্ছেদ না করতে পারলেও দরিদ্র সুইপার কলোনির বাসিন্দাদের উচ্ছেদ করে বহুতল ভবন নির্মাণ করে বিশেষ গোষ্ঠী ও চাঁদাবাজদের পকেট ভরার সুযোগ করে দিতে চাইছে।

আজ মঙ্গলবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে সিপিবির কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সভাপতি শাহীন রহমান ও সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স বলেন, হরিজনরা শহর পরিষ্কার রাখতে এবং দুঃসময়ে নগরবাসীকে বাঁচিয়ে রেখেছেন। এরা এই অঞ্চলেই কয়েকশ বছর ধরে বাস করছেন। বিকল্প বাসস্থান ছাড়া তাদের উচ্ছেদ কোনোভাবেই মেনে নেওয়া হবে না।

হরিজনদের মধ্যে যাদের উচ্ছেদ করা হয়েছে তাদের ক্ষতিপূরণ দিয়ে স্বস্থানে ফিরিয়ে আনতে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রতিও আহ্বান জানান তারা।

Comments

The Daily Star  | English

Beximco workers' protest turns violent in Gazipur

Demonstrators set fire to Grameen Fabrics factory, vehicles, vandalise property

24m ago