৪ মোবাইল অপারেটরকে ১৫৩ কোটি টাকা অবৈধ সুবিধা দেওয়ার অভিযোগ সাবেক কর কমিশনারের বিরুদ্ধে

সাবেক কর কমিশনার ওয়াহিদা রহমান চৌধুরী। ছবি: সংগৃহীত

দেশের চার মোবাইল অপারেটর কোম্পানিকে অবৈধভাবে ১৫৩ কোটি টাকা সুবিধা দেওয়ার অভিযোগ উঠেছে সাবেক কর কমিশনার ওয়াহিদা রহমান চৌধুরীর বিরুদ্ধে।

গ্রামীণফোন, বাংলালিংক, রবি ও এয়ারটেলের ১৫২ কোটি ৮৯ হাজার ৩৯০ টাকা সুদ মওকুফ করার অভিযোগে তার বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। 

কমিশনের সহকারী পরিচালক শাহ আলম শেখ বাদী হয়ে দুদকের ঢাকা-১ সমন্বিত জেলা কার্যালয়ে এ মামলা করেন।

দুদক সচিব খোরশেদা ইয়াসমিন দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, '২০১১ সাল থেকে ২০১৯ সালের মধ্যে ৮ বছরে ৪ মোবাইল অপারেটরের বকেয়া ভ্যাটের ১৫২ কোটি ৮৯ হাজার ৩৯০ টাকা সুদ মওকুফ করেন তৎকালীন কর কমিশনার ওয়াহিদা। এর মধ্যে গ্রামীণফোনের ৫৮ কোটি ৬৪ লাখ, বাংলালিংকের ৫৭ কোটি ৮৮ লাখ, রবির ১৪ কোটি ৯০ লাখ এবং এয়ারটেল ২০ কোটি ৫৩ লাখ টাকা।'

'অভিযোগ আছে যে সাবেক ভ্যাট কমিশনার ওয়াহিদা রহমান চৌধুরী ক্ষমতার অপব্যবহার করে নিজে সিদ্ধান্ত নিয়ে এসব সুদ মওকুফ করেন,' যোগ করেন তিনি।

অভিযোগে বলা হয়, 'কমিশনার ওয়াহিদা রহমান চৌধুরী কিছু যুক্তি প্রদর্শনের মাধ্যমে ক্ষমতার অপব্যবহার ও অপরাধজনক বিশ্বাসভঙ্গের মাধ্যমে একক নির্বাহী আদেশে অসৎ উদ্দেশ্যে সুদ আদায় করার সিদ্ধান্ত পরিবর্তন করেন। ১৫২ কোটি ৮৯ হাজার ৩৯০ টাকা সুদ আইনানুগভাবে আদায়যোগ্য ছিল এবং ওই সুদ আদায় না করার একক নির্বাহী সিদ্ধান্ত দেওয়া সমীচীন হয়নি। এতে সরকারের ওই টাকা আদায় বাধাগ্রস্ত হয়েছে।'

Comments

The Daily Star  | English

Cops get whole set of new uniforms

The rules were published through a gazette yesterday, repealing the previous dress code of 2004

53m ago