সর্বজনীন পেনশন স্কিমে ১০ মাসে ৩ লাখের বেশি নিবন্ধন

সর্বজনীন পেনশন স্কিম
অলঙ্করণ: আনোয়ার সোহেল/স্টার ডিজিটাল গ্রাফিক্স

কার্যক্রম শুরুর ১০ মাসে সর্বজনীন পেনশন স্কিমের চার স্কিমে নিবন্ধন সংখ্যা তিন লাখ ছাড়িয়েছে।

আজ সোমবার অর্থ মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, এখন পর্যন্ত পেনশন স্কিমে নিবন্ধন সংখ্যা দাঁড়িয়েছে তিন লাখ তিন হাজার ১৭৬।

দেশের বয়স্ক জনগোষ্ঠীকে টেকসই ও সুসংগঠিত সামাজিক নিরাপত্তা দিতে গত ২০২৩ সালের ১৭ আগস্ট প্রধানমন্ত্রী সর্বজনীন পেনশন স্কিমের উদ্বোধন করেন।

'উদ্বোধনের পর থেকে জনকল্যাণকর এ কর্মসূচিতে মানুষের উল্লেখযোগ্য আগ্রহ পরিলক্ষিত হচ্ছে' উল্লেখ করে এতে আরও বলা হয়, সর্বজনীন পেনশন স্কিমে নিবন্ধন সংখ্যা ১০ মাসে তিন লাখের মাইলফলক ছাড়িয়েছে।

বর্তমানে 'প্রবাস', 'প্রগতি', 'সুরক্ষা' ও 'সমতা' স্কিমে নিবন্ধনের সুবিধা আছে। 'সমতা'য় দুই লাখ ২৪ হাজার ১৬৪, 'প্রগতি'তে ২১ হাজার ২৯৪, 'সুরক্ষা'য় ৫৬ হাজার ৯১৯ ও 'প্রবাস'-এ ৭৯৯ জন নিবন্ধিত হয়েছেন।

বিজ্ঞপ্তি অনুসারে, ইতোমধ্যে ৮৭ এনজিও তাদের কর্মচারীদের জন্য 'প্রগতি' স্কিমে নিবন্ধিত হয়েছে।

পঞ্চম স্কিম হিসেবে 'প্রত্যয়' চালু হচ্ছে যা সব স্ব-শাসিত, স্বায়ত্তশাসিত, ও রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানগুলোর কর্মকর্তা-কর্মচারী, যারা আগামী ১ জুলাই থেকে যোগদান করবেন তাদের ক্ষেত্রে বাধ্যতামূলকভাবে কার্যকর হবে।

Comments

The Daily Star  | English

Nowfel gained from illegal tobacco trade

Former education minister Mohibul Hassan Chowdhoury Nowfel received at least Tk 3 crore from a tobacco company, known for years for illegal cigarette production and marketing including some counterfeit foreign brands.

10h ago