আসামি ছিনতাইয়ের চেষ্টা, শৈলকূপা থানা রণক্ষেত্র

থানায় ইট-পাটকেল নিক্ষেপ করে স্থানীয়রা। ছবি: স্টার

ঝিনাইদহের শৈলকূপা থানায় হামলা করে আসামিকে ছিনতাইয়ের চেষ্টা করেছে স্থানীয়রা।

এ সময় থানায় ভাঙচুর চালানো হয়। পুলিশ রাবার বুলেট ছুঁড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। 

আজ রোববার বিকেল সাড়ে ৩টার দিকে শৈলকূপা থানা চত্বরে এ ঘটনা ঘটে। 

এ ঘটনায় পুলিশসহ অন্তত ৩০ জন আহত হয়েছে বলে জানা গেছে। তাৎক্ষণিকভাবে আহতদের নাম পরিচয় জানা যায়নি। 

শৈলকূপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সফিকুল ইসলাম চৌধুরী থানায় হামলার তথ্য দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করেছেন।

স্থানীয়রা জানায়, দুপুরে উপজেলার ধাওড়া গ্রামের স্থানীয় আওয়ামী লীগ নেতা মোস্তাক শিকদারকে একটি মামলায় গ্রেপ্তার করে পুলিশ। পরে শত শত লোক থানা ঘেরাও করে। তারা থানায় ইট-পাটকেল ছোঁড়ে। আত্মরক্ষার্থে পুলিশ রাবার বুলেট নিক্ষেপ করে। পুরো থানা চত্বর তখন রণক্ষেত্রে পরিণত হয়। 

প্রায় আধঘণ্টার এ হামলা-পাল্টা হামলায় পুলিশসহ অন্তত ৩০ জন আহত হয়। তাদের মধ্যে গুলিবিদ্ধ হয়েছে বেশ কয়েকজন। 

পুলিশ জানায়, উপজেলা নির্বাচনকে কেন্দ্র করে সহিংসতার ঘটনায় করা একটি মামলায় মোস্তাককে গ্রেপ্তার করা হয়। এর প্রতিবাদে আওয়ামী লীগের কর্মী-সমর্থকরা থানায় হামলা করে।  

ওসি সফিকুল ইসলাম চৌধুরী বলেন, 'আসামি মোস্তাক শিকদারকে গ্রেপ্তারের পর প্রায় ৩০০ মানুষ থানায় হামলা চালায়। সেসময় পুলিশসহ অনেকে আহত হয়েছে।

Comments

The Daily Star  | English
remittance earning of Bangladesh

Remittance rises 30% in July

Migrants sent home $2.47 billion in the first month of the current fiscal year

5h ago