বেনজীরের স্ত্রী-কন্যাদের জিজ্ঞাসাবাদ ২৪ জুন: দুদক

পুলিশের সাবেক আইজিপি বেনজীর ও তার স্ত্রী জীশান মীর্জা। ছবি: সংগৃহীত/কোলাজ
পুলিশের সাবেক আইজিপি বেনজীর ও তার স্ত্রী জীশান মীর্জা। ছবি: সংগৃহীত/কোলাজ

অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজীর আহমেদের স্ত্রী ও দুই মেয়েকে জিজ্ঞাসাবাদের জন্য আজ রোববার তারিখ নির্ধারণ করেছিল দুর্নীতি দমন কমিশন (দুদক)।

কিন্তু বেনজীরের স্ত্রী জীশান মির্জা ও তার মেয়েরা আজ দুদকে হাজির হননি। ১৫ দিন সময় চেয়ে তারা আবেদন করেছেন।

আবেদনের পরিপ্রেক্ষিতে আগামী ২৪ জুন তাদের জিজ্ঞাসাবাদের নতুন তারিখ নির্ধারণ করা হয়েছে বলে দুদকের একটি সূত্র নিশ্চিত করেছে।

সূত্রটি দ্য ডেইলি স্টারকে জানায়, বেনজীরের স্ত্রী জীশান মির্জা, মেয়ে ফারহিন রিশতা বিনতে বেনজীর এবং তাহসিন রাইসা বিনতে বেনজীর কমিশনে উপস্থিত না হওয়ায় আজ শুনানি হয়নি। 

তাদের আগামী ২৪ জুন দুদকে হাজির হতে বলা হয়েছে।

গত বৃহস্পতিবার বেনজীরকে জিজ্ঞাসাবাদের কথা ছিল দুদকের। তিনিও সেদিন হাজির না হয়ে ১৫ দিন সময়ের আবেদন করেন।

পরে আগামী ২৩ জুন বেনজীরকে জিজ্ঞাসাবাদের তারিখ নির্ধারণ করে দুদক।

সাবেক আইজিপি বেনজীর আহমেদের বিরুদ্ধে গণমাধ্যমে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ ওঠার পর ১৮ এপ্রিল এ বিষয়ে তদন্ত শুরু করে দুদক।

দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত বেনজীর ও তার পরিবারের সদস্যদের ব্যাংক অ্যাকাউন্টসহ স্থাবর-অস্থাবর সম্পদ জব্দের নির্দেশ দেয়।

পরে গত ২৮ মে দুদক চিঠি দিয়ে বেনজীরকে ৬ জুন ও তার স্ত্রী ও মেয়েদের ৯ জুন জিজ্ঞাসাবাদের জন্য হাজির হতে বলে। কিন্তু এর মধ্যেই জানা গেছে যে স্ত্রী ও কন্যাদের নিয়ে বেনজীর দেশের বাইরে গেছেন।

Comments

The Daily Star  | English

Three of a family 'beaten to death' in Cumilla

Police say villagers beat them on suspicion of drug trading

53m ago