মোটরসাইকেলের শব্দ নিয়ে সংঘর্ষে নিহত ১, আটক ৪

প্রতীকী ছবি | স্টার ডিজিটাল গ্রাফিক্স

মোটরসাইকেলের উচ্চ শব্দকে কেন্দ্র করে চট্টগ্রাম নগরীর পতেঙ্গা সৈকত এলাকায় দুই গ্রুপের সংঘর্ষে একজন নিহত এবং একজন আহত হয়েছেন। আজ রোববার ভোরে এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, নিহত ব্যক্তির নাম মনিরুজ্জামান রাফি। এ ঘটনায় গুরুতর আহত রায়হান চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন।

পতেঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবিরুল ইসলাম জানান, এ ঘটনায় চারজনকে আটক করা হয়েছে।

তিনি জানান, আজ ভোর ৪টা ২০ মিনিটের দিকে মোটরসাইকেলের সাইলেন্সার পাইপের উচ্চ শব্দ নিয়ে দুই গ্রুপের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়, যা পরবর্তীতে সংঘর্ষে রূপ নেয়।

স্থানীয়রা রাফি ও তার বন্ধু রায়হানকে চমেক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রাফিকে মৃত ঘোষণা করেন বলে জানান ওসি।

তিনি আরও জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে চারজনকে আটক করে। রাফির মরদেহ ময়নাতদন্তের জন্য চমেক হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

এ ঘটনায় থানায় মামলা দায়ের প্রস্তুতি চলছে বলেও জানান ওসি। 
 

Comments

The Daily Star  | English

No place for Islamic extremism in Bangladesh: Yunus

Islamic extremism will never find a place in Bangladesh again, said Chief Adviser Muhammad Yunus recently

1h ago