রংপুরে বাস-থ্রি হুইলার সংঘর্ষে কলেজ শিক্ষক ও আনসার সদস্য নিহত

সংঘর্ষে থ্রি হুইলারটি দুমড়ে-মুচড়ে যায়। ছবি: সংগৃহীত

রংপুরের গঙ্গাচড়া উপজেলায় বাসের সঙ্গে থ্রি হুইলারের মুখোমুখি সংঘর্ষে এক কলেজ শিক্ষক ও এক আনসার সদস্য নিহত হয়েছেন।

আজ শনিবার সকাল ১০টার দিকে উপজেলার পাংলাপীর-গঞ্জিপুর সড়কের চেয়ারম্যান মোড়ের কাছে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার কিশোরগঞ্জ ডিগ্রি কলেজের শিক্ষক দিবা রানী সরকার ও কিশোরগঞ্জ উপজেলা কার্যালয়ের আনসার সদস্য মেহরুল ইসলাম।

গঙ্গাচড়া থানার উপ-পরিদর্শক (এসআই) জোনক রায় দ্য ডেইলি স্টারকে বলেন, 'সকালে যাত্রীবোঝাই একটি গ্যাসচালিত থ্রি হুইলার কিশোরগঞ্জ উপজেলার দিকে যাচ্ছিল। গাড়িটি পাংলাপীর-গঞ্জিপুর সড়কের চেয়ারম্যান মোড়ের কাছে পৌঁছালে একটি যাত্রীবাহী বাসের সঙ্গে এর মুখোমুখি সংঘর্ষ হয়।'

স্থানীয়রা এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উদ্ধারকর্মীরা এ ঘটনায় আহতদের উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে নিয়ে যান।

রমেক হাসপাতালে নেওয়ার আগেই আহত দিবা রানী সরকার মারা যান।

বাসটি জব্দ করা হলেও চালক ও হেলপার পালিয়ে গেছে বলে জানিয়েছে পুলিশ।

 

Comments

The Daily Star  | English

Reform commission reports provide framework for new Bangladesh: Yunus

Earlier this morning, the chiefs of four reform commissions submitted their reports to the chief adviser

34m ago