টঙ্গীতে বকেয়া বিল আদায় করতে যাওয়া ৩ বিদ্যুৎকর্মীকে মারধর

ভিজ্যুয়াল: স্টার

গাজীপুরের টঙ্গীতে বকেয়া বিদ্যুৎ বিল আদায় করতে যাওয়া তিন বিদ্যুৎকর্মীকে মারধরের ঘটনা ঘটেছে। এ ঘটনায় জড়িত সন্দেহে একজনকে আটক করেছে পুলিশ।

আহতরা হলেন, ডেসকো টঙ্গী সেন্ট্রাল জোনের টেকনিক্যাল সুপারভাইজার মো. শহিদুল ইসলাম, লাইনম্যান শাহিন মোল্লা ও হেলপার মো. বাবু শেখ।

আজ সোমবার বিকালে টঙ্গীর তিস্তাগেট এলাকায় এ ঘটনা ঘটেছে। টঙ্গী পূর্ব থানার ওসি মোস্তাফিজুর রহমান দ্য ডেইলি স্টারকে এ তথ্য জানান।

এই ঘটনায় মো. মুজাহিদ হোসেন নামে একজনকে আটক করা হয়েছে।

পুলিশ ও স্থানীয়রা জানান, মারধরের শিকার ডেসকো কর্মীদের উদ্ধার করে টঙ্গী শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে পাঠানো হয়।

নাম প্রকাশে অনিচ্ছুক ডেসকো টঙ্গী পূর্ব আঞ্চলিক বিক্রয় ও বিবরণ কর্মকর্তা জানান, এ ঘটনায় টঙ্গী পূর্ব থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে।

ওসি বলেন, অভিযুক্ত একজনকে আটক রয়েছে। মীমাংসার জন্য দুই পক্ষ আমার কাছে এসেছে।

Comments

The Daily Star  | English

Polythene ban: A litmus test for will and eco-innovation

Although Bangladesh became the first country in the world to announce a complete ban on the use of polythene bags in 2002, strict enforcement of the much-lauded initiative has only started taking shape recently.

14h ago