ঘূর্ণিঝড় রিমাল: বরগুনায় ৩০৯ শিক্ষাপ্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত

ঘূর্ণিঝড় রিমালে ক্ষতিগ্রস্ত আমতলীর ড. শহীদুল ইসলাম কলেজ। কলেজের সবগুলো শ্রেণীকক্ষই ভেঙে পরেছে। ছবি: সংগৃহীত

ঘূর্ণিঝড় রিমালের তাণ্ডবে বরগুনায় ৩০৯টি শিক্ষাপ্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে ১৪৪টি সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং বাকি ১৬৫টি মাধ্যমিক বিদ্যালয়, কলেজ, মাদ্রাসাসহ বিভিন্ন পর্যায়ের প্রতিষ্ঠান।

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, মাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর সংস্কারে প্রয়োজন প্রায় সাড়ে ৬ কোটি টাকা।

তবে প্রাথমিক পর্যায়ের প্রতিষ্ঠানগুলো সংস্কারে কত টাকা লাগতে পারে, তা এখনো নিরূপণ করতে পারেননি তারা। এ বিষয়ে কাজ চলছে।

গত ২৬ ও ২৭ মে ঘূর্ণিঝড় রিমাল বরগুনাসহ দেশের উপকূলে তাণ্ডব চালায়। প্রবল বাতাসের সঙ্গে ভারী বর্ষণে উপকূলীয় এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।

বরগুনা জেলা প্রাথমিক শিক্ষা অফিসার আব্দুল মুকিত মোল্লা বলেন, 'জেলায় ১৪৪টি সরকারি প্রাথমিক বিদ্যালয় ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে। বরগুনা সদর উপজেলায় ২২৮ স্কুলের মধ্যে ৫৬টি, আমতলীতে ১৫২টির মধ্যে ১০টি, পাথরঘাটায় ১৪৯টির মধ্যে ১৮টি, তালতলীতে ৭৯টির মধ্যে ২৫টি, বেতাগীতে ১২৯টির মধ্যে ২৫টি ও বামনায় ৬২টির মধ্যে ১০টি স্কুল ক্ষতিগ্রস্ত হয়েছে।'

তিনি বলেন, 'ক্ষতিগ্রস্ত শিক্ষাপ্রতিষ্ঠানের তালিকা করে প্রয়োজনীয় বরাদ্দ দেওয়ার জন্য ঊর্ব্ধতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে।'

জেলায় মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, মাদ্রাসাসহ ১৬৫টি শিক্ষা প্রতিষ্ঠান ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে পাথরঘাটায় সর্বাাধিক ৫১টি, বরগুনা সদরে ৩৭টি, তালতলীতে ২৬টি, বামনায় ২২টি, বেতাগীতে ২০টি ও আমতলীতে নয়টি শিক্ষাপ্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়।

জেলা শিক্ষা অফিসার মুহাম্মাদ জসিম উদ্দিন রহমান বলেন, 'এসব প্রতিষ্ঠান সংস্কারে প্রায় সাড়ে ৬ কোটি টাকা প্রয়োজন।'

আমতলীর কয়েকটি ক্ষতিগ্রস্ত শিক্ষাপ্রতিষ্ঠানে গিয়ে দেখা গেছে, ঘূর্ণিঝড়ের পরে স্কুলে লেখাপড়া বিঘ্নিত হচ্ছে। দ্রুততম সময়ে এসব শিক্ষাপ্রতিষ্ঠান সংস্কারের দারি জানিয়েছেন সংশ্লিষ্টরা।

আমতলী এমএউ বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শাহ আলম কবির বলেন, 'ঘূর্ণিঝড়ে ভবনের উপড়ে গাছ পড়ে ভবনটি বিধ্বস্ত হয়ে গেছে। নতুন ভবন নির্মাণ না করা পর্যন্ত বিদ্যালয়ে পাঠদান করানো সম্ভব নয়।'

Comments

The Daily Star  | English

US to make history either way

Kamala Harris and Donald Trump launched a final frenzied campaign blitz yesterday, hitting must-win Pennsylvania on the last day of a volatile US presidential race that polls say is hurtling towards a photo finish.

9h ago