বিরূপ প্রকৃতি, অদম্য মানুষ

প্রযুক্তির কল্যাণে প্রকৃতির বিরূপভাব আগে থেকে আঁচ করা গেলেও এর রুদ্ররূপ মোকাবিলায় মানুষকে ক্রমাগত সংগ্রাম করতে হয়।
ছবি: হাবিবুর রহমান/স্টার

প্রকৃতির সঙ্গে মানুষের টিকে থাকার লড়াই অনাদিকালের। সেই ধারা এখনো চলছে। তবে প্রযুক্তির কল্যাণে প্রকৃতির বিরূপভাব আগে থেকে আঁচ করা গেলেও এর রুদ্ররূপ মোকাবিলায় মানুষকে ক্রমাগত সংগ্রাম করতে হয়। এমনই এক লড়াইয়ের দৃশ্য দেখা গেল সদ্য বয়ে যাওয়া ঘূর্ণিঝড় 'রিমাল'র তাণ্ডবলীলায়।

বঙ্গোপসাগরে সৃষ্ট এই প্রবল ঘূর্ণিঝড়টির অগ্রভাগ গতকাল সোমবার বিকেল নাগাদ যখন বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে আঘাত হানে, ঠিক তখনই ঝুঁকি নিয়ে খুলনার কপোতাক্ষ পাড়ের বাঁধ রক্ষার চেষ্টা করছিলেন স্থানীয় বাসিন্দা ও সমাজকর্মীরা।

ইতোমধ্যে নিম্নচাপে পরিণত হয়েছে 'রিমাল'। এর আঘাতে এখন পর্যন্ত দেশে অন্তত ১০ জন নিহত হয়েছেন বলে সরকারি হিসাবে জানা গেছে।

খুলনার কয়রা উপজেলা থেকে গতকাল বিকেলে ছবিটি তুলেছেন দ্য ডেইলি স্টারের আলোকচিত্রী হাবিবুর রহমান
 

Comments

The Daily Star  | English

Highest income tax rate stays unchanged at 25%

The government has moved away from its decision to raise the highest income tax rate to 30 percent and end tax holidays for investors in economic zones and hi-tech parks.

12m ago