রাবি ভর্তি পরীক্ষা ঢাকা-চট্টগ্রাম-রাজশাহী-খুলনায় একযোগে হবে
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা দেশে চার আঞ্চলিক কেন্দ্রে অনুষ্ঠিত হবে।
বৃহস্পতিবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
রাবি রেজিস্ট্রার অধ্যাপক তরিকুল হাসান দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।
অধ্যাপক তরিকুল বলেন, 'আগামী বছর থেকে দেশের চারটি কেন্দ্রে স্নাতক ও অনার্স প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।'
রাজশাহী বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয়, খুলনা বিশ্ববিদ্যালয় এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। তবে প্রয়োজনে ঢাকায় কেন্দ্রের সংখ্যা বাড়ানো হতে পারে বলে জানান তিনি।
এছাড়া বিশ্ববিদ্যালয়ে কোনো মাস্টার্স প্রোগ্রামের আসন ফাঁকা থাকলে বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সরকারি কলেজসহ দেশের অন্যান্য পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা পরীক্ষার মাধ্যমে ভর্তি হতে পারবে বলে বৈঠকে সিদ্ধান্ত হয়।
রাবির উপ-উপাচার্য অধ্যাপক সুলতান-উল-ইসলাম ডেইলি স্টারকে বলেন, 'ভর্তি পরীক্ষা নিয়ে ঝামেলা কমাতে এবং অন্যান্য শিক্ষার্থীদের সুযোগ বাড়াতে এসব সিদ্ধান্ত নেওয়া হয়েছে।'
Comments