ঘুমের সময় ‘বিরক্ত করায়’ বাড়িওয়ালাকে হত্যা, ভাড়াটিয়া গ্রেপ্তার

অভিযুক্ত মোরশেদকে জামালপুর থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। ছবি: সংগৃহীত

রাজধানীর তেজগাঁওয়ের পশ্চিম নাখালপাড়া এলাকার এক বাড়িওয়ালাকে হত্যা মামলার প্রধান অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তার মো. মোরশেদ আহম্মেদের বাড়ি জামালপুরের মাদারগঞ্জ থানার চর ভাটিয়ালি গ্রামে। তিনি নাখালপাড়ায় নিহত বাড়িওয়ালা রনির বাসায় ভাড়া থাকতেন।

তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসিন আজ রোববার দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

মোরশেদকে তার গ্রামের বাড়ি থেকে গতকাল গ্রেপ্তার করা হয়।

ওসি বলেন, 'রনি ও তার বন্ধুদের যন্ত্রণায় ঘুমাতে না পেরে মোরশেদ রনিকে ছুরিকাঘাতে হত্যা করেছেন বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন।'

ওসি মোহাম্মদ মহসিন জানান, মোরশেদ তেজগাঁওয়ের পশ্চিম নাখালপাড়া শিয়া মাজার এলাকায় রনিদের বাসায় ভাড়া থাকতেন। মোরশেদের ঘরেই বাড়িওয়ালা রনি বন্ধুদের নিয়ে আড্ডা দিতেন। তাদের আড্ডার জন্য মোরশেদ ঘুমাতে পারতেন না।

গত ২৪ মে রাতে রনি ও তার বন্ধুদের ওপর ক্ষিপ্ত হন মোরশেদ। এরপর তাদের মধ্যে বাকবিতণ্ডা হয় এবং একপর্যায়ে মোরশেদ ছুরি দিয়ে রনিকে এলোপাতাড়ি কোপান। 

গুরুতর আহতাবস্থায় রনি ও তার এক বন্ধুকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক রনিকে মৃত ঘোষণা করেন। 

ঘটনার পরপরই জামালপুর পালিয়ে যান মোরশেদ। পরে পুলিশ শনিবার তাকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তার মোরশেদকে আজ আদালতে পাঠানো করা হয়েছে।

Comments

The Daily Star  | English

Push-ins from India cross 1,000

Bangladesh alleges human rights violations

21m ago