কংগ্রেস প্রার্থীকে ভোট দিয়ে কেজরিওয়াল বললেন ‘মুদ্রাস্ফীতি-বেকারত্বের বিরুদ্ধে ভোট দিয়েছি’

পরিবারের সদস্যদের নিয়ে ভোট দিয়েছেন অরবিন্দ কেজরিওয়াল। ছবি: এক্স থেকে নেওয়া

ভারতের দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল আজ শনিবার লোকসভা নির্বাচনে ভোট দেওয়ার পর বলেছেন যে, তিনি 'মুদ্রাস্ফীতি ও বেকারত্বের' বিরুদ্ধে ভোট দিয়েছেন।

এনডিটিভি জানায়, দিল্লির সাতটি লোকসভা আসনের সবকয়টিতেই ভোটগ্রহণ চলছে।

আগামী ১ জুন পর্যন্ত অন্তর্বর্তীকালীন জামিনে থাকা কেজরিওয়াল আজ পরিবারের সদস্যদের নিয়ে দলীয় মিত্র কংগ্রেস প্রার্থী জয় প্রকাশ আগরওয়ালের পক্ষে ভোট দিয়েছেন।

ভোট দেওয়ার পর সাংবাদিকদের কেজরিওয়াল বলেন, 'আমার বাবা, স্ত্রী ও দুই সন্তান ভোট দিয়েছে। মা অসুস্থ থাকায় ভোট দিতে আসতে পারেনি। আমি মুদ্রাস্ফীতি ও বেকারত্বের বিরুদ্ধে ভোট দিয়েছি।' 

'আমি ভোটারদের আহ্বান জানাতে চাই যে, খুব গরম হলেও ঘরে বসে থাকবেন না। অনুগ্রহ করে ভোট দিন', বলেন তিনি।

এর আগে, আম আদমি পার্টির (এএপি) সংসদ সদস্য রাঘব চাড্ডা জানিয়েছিলেন, কেজরিওয়াল কংগ্রেস প্রার্থীকে ভোট দেবেন এবং কংগ্রেস নেতা রাহুল গান্ধী এএপি প্রার্থীকে ভোট দেবেন।

আজ সকাল ১১টা পর্যন্ত ভারতের ৫৮টি আসনে ২৫ দশমিক ৮ শতাংশ ভোটার উপস্থিতি রেকর্ড করা হয়েছে।

 

Comments

The Daily Star  | English

Govt dissolves NBR as per IMF proposal

An ordinance published last night disbands NBR and creates two new divisions

2h ago