ইচ্ছাকৃত ঋণ খেলাপির তথ্য সিআইবিতে দাখিলের নির্দেশনা

বাংলাদেশ ব্যাংক
বাংলাদেশ ব্যাংক। ছবি: সংগৃহীত

ইচ্ছাকৃত ঋণ খেলাপিদের তথ্য সিআইবি ডাটাবেজে দাখিলের নির্দেশনা দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

আজ মঙ্গলবার এ সংক্রান্ত সার্কুলার জারি করেছে বাংলাদেশ ব্যাংক।

সার্কুলারে বলা হয়েছে, বাংলাদেশে কার্যরত তফশিলি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানকে কোনো 'ইচ্ছেকৃত খেলাপি ঋণ গ্রহীতা' শনাক্ত ও চূড়ান্ত করার পর সেই তথ্য ক্রেডিট ইনফরমেশন ব্যুরোতে (সিআইবি) রিপোর্ট করার নির্দেশনা দেওয়া হচ্ছে।

ইচ্ছেকৃত খেলাপি ঋণ গ্রহীতার তথ্য আগামী ১ জুলাই থেকে সিআইবি ডাটাবেজে এন্ট্রি করতে হবে।

Comments

The Daily Star  | English

Over 102,000 annual deaths in Bangladesh linked to air pollution

Study also finds air pollution behind 266 million sick days every year hurting the economy

28m ago