উপজেলা নির্বাচনে ৩০ শতাংশের বেশি ভোট পড়ে থাকতে পারে: সিইসি

ব্যক্তিগতভাবে ৩০ শতাংশ ভোটার উপস্থিতিকে ‘খুব উৎসাহব্যঞ্জক’ বলে মনে করেন না সিইসি।
উপজেলা নির্বাচন ব্যর্থ হলে গণতান্ত্রিক অগ্রযাত্রা ক্ষুণ্ন হতে পারে: সিইসি
প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল | ছবি: টেলিভিশন থেকে নেওয়া

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালের ধারণা, উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপে ৩০ শতাংশের বেশি ভোট পড়েছে।

ভোটগ্রহণ শেষে নির্বাচন কমিশনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সিইসি জানান, ব্যক্তিগতভাবে ৩০ শতাংশ ভোটার উপস্থিতিকে 'খুব উৎসাহব্যঞ্জক' বলে মনে করেন না তিনি।

তিনি বলেন, এর একটি প্রধান কারণ হতে পারে যে দেশের একটি প্রধান রাজনৈতিক দল প্রকাশ্যে ঘোষণা করেছে যে তারা ভোট বর্জন করেছে এবং জনগণকে ভোটদানে নিরুৎসাহিত করেছে। যেকোনো গণতান্ত্রিক ব্যবস্থায় এ ধরনের চেষ্টা হতে পারে। পক্ষ বিপক্ষ থাকতে পারে।

তিনি আরও বলেন, আমাদের ভোট নিয়ে কোনো সংকট নেই। সংকটটি হচ্ছে রাজনীতিতে। আমি মনে করি, রাজনীতি যদি আরও সুস্থ ধারায় প্রবাহিত হয়, ভবিষ্যতে হয়তো ভোটার স্বল্পতার যে সমস্যাটুকু তা কাটিয়ে উঠবে।

Comments