জামালপুরে একসঙ্গে ৪ সন্তানের জন্ম, ৩টির মৃত্যু

ইসলামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আজ সকালে চার সন্তানের জন্ম দেন এক মা। ছবি: সংগৃহীত

জামালপুরের ইসলামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এক মায়ের একসঙ্গে জন্ম নেওয়া চার সন্তানের তিনটি মারা গেছে।

স্বাস্থ্য কমপ্লেক্সে আজ বুধবার সকাল ৭টার দিকে নোয়ারপাড়া ইউনিয়নের উলিয়া গ্রামের শফিকুল ইসলামের স্ত্রী খুশি বেগম তিন ছেলে ও এক মেয়ের জন্ম দেন।

পরে শিশুদের অবস্থার অবনতি হলে তাদের জামালপুর জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে দুপুর একটার দিকে তিন শিশু মারা যায়।

মা খুশি বেগম এখন জামালপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

ইসলামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. আজিজ আহমেদ দ্য ডেইলি স্টারকে বলেন, 'বুধবার সকালে খুশি বেগম স্বাভাবিক ডেলিভারিতে তিন ছেলে ও এক মেয়েসহ চার সন্তানের জন্ম দেন। পরে শিশুদের অবস্থার অবনতি হলে তাদের জামালপুর পাঠানো হয়।'

তিনি আরও বলেন, 'জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তির পর তিন শিশু মারা যায়। হাসপাতাল কর্তৃপক্ষ অক্সিজেন দিয়ে বাচ্চাদের বাঁচিয়ে রাখার চেষ্টা করলেও ভর্তির এক ঘণ্টার মধ্যেই তারা মারা যায়।'

জানতে চাইলে জেনারেল হাসপাতালের সহকারী পরিচালক মাহফুজুর রহমান ডেইলি স্টারকে বলেন, 'শিশুটির মায়ের অবস্থা ঝুঁকিমুক্ত, তবে জীবিত শিশুর অবস্থা ঝুঁকিপূর্ণ।'

Comments

The Daily Star  | English

Pakistan minister denies nuclear body meeting after offensive launched on India

"No meeting has happened of the National Command Authority, nor is any such meeting scheduled," he told ARY TV.

10m ago