বাংলাদেশ

জামালপুরে একসঙ্গে ৪ সন্তানের জন্ম

জামালপুরে একইসঙ্গে ৪ কন্যাসন্তানের জন্ম দিয়েছেন আঞ্জুয়ারা বেগম (২১) নামে এক নারী। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে জামালপুর অ্যাপোলো হাসপাতালে অস্ত্রোপচারের মাধ্যমে আঞ্জুয়ারার ৪ সন্তানের জন্ম হয়।
জামালপুরে একসঙ্গে ৪ সন্তানের জন্ম
ছবি: সংগৃহীত

জামালপুরে একইসঙ্গে ৪ কন্যাসন্তানের জন্ম দিয়েছেন আঞ্জুয়ারা বেগম (২১) নামে এক নারী। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে জামালপুর অ্যাপোলো হাসপাতালে অস্ত্রোপচারের মাধ্যমে আঞ্জুয়ারার ৪ সন্তানের জন্ম হয়।

গৃহবধূ আঞ্জুয়ারা জেলার সরিষাবাড়ী উপজেলার সাতপোয়া ইউনিয়নের চর সরিষাবাড়ী গ্রামের কাঠমিস্ত্রী আতাউর রহমান বাবুর স্ত্রী।

অ্যাপোলো হাসপাতালের পরিচালক শরিফুজ্জামান রুবেল জামালী দ্য ডেইলি স্টারকে জানান, গৃহবধূ আঞ্জুয়ারা প্রসব ব্যথা নিয়ে বুধবার হাসপাতালে ভর্তি হন। বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার দিকে জামালপুর জেনারেল হাসপাতালের সিনিয়র কনসালটেন্ট ও গাইনি সার্জন ডা. খায়রুল বাশার পলাশ তার অস্ত্রোপচার শুরু করেন। প্রায় ঘণ্টাখানেকের সফল অস্ত্রোপচারে একে একে ৪ কন্যা সন্তানের জন্ম হয়। খবরটি ছড়িয়ে পড়লে বাচ্চাদের দেখতে অনেকেই হাসপাতালে ভিড় জমান।

হাসাপাতালের গাইনি সার্জন ডা. খায়রুল বাশার পলাশ দ্য ডেইলি স্টারকে জানান, বর্তমানে প্রসূতি ও নবজাতকরা সুস্থ আছে। তবে বাচ্চাদের ওজন যথাক্রমে ১ কেজি ৮০০ গ্রাম, ১ কেজি ৭০০ গ্রাম, ১ কেজি ৬০০ গ্রাম ও ১ কেজি ৪০০ গ্রাম। 

নবজাতকদের ওজন কম হওয়ায় তাদের উন্নত চিকিৎসা ও পর্যবেক্ষণের জন্য জামালপুর জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়েছে বলেও জানান তিনি।

প্রসূতির স্বামী আতাউর রহমান বাবু জানান, ৬ বছর আগে তিনি বিয়ে করেন। এবারই প্রথমবারের মতো তাদের পরিবারে সন্তান জন্ম নিল। 
একসঙ্গে ৪ সন্তানের জন্ম হওয়ায় খুশি হয়েছেন বলে জানান তিনি।

Comments

The Daily Star  | English

Movements that cause public suffering should be avoided: Quader

Awami League General Secretary Obaidul Quader today said programmes like the anti-quota movement that cause public suffering should be avoided

2h ago