ফারিণের ‘ফাতিমা’ আসছে ২৪ মে

তাসনিয়া ফারিণ
তাসনিয়া ফারিণ। ছবি: সংগৃহীত

তাসনিয়া ফারিণ অভিনীত বাংলাদেশের প্রথম সিনেমা 'ফাতিমা' মুক্তি পাচ্ছে চলতি মাসের ২৪ মে। সিনেমাটিতে ছয় বছর আগে কাজ করেছিলেন এই অভিনেত্রী।

ধ্রুব হাসান পরিচালিত 'ফাতিমা' ইতোমধ্যে  ইরানের ৪২তম ফজর আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে পুরস্কারও জিতে নেয়। ফারিণ ছাড়াও সিনেমাটিতে অভিনয় করেছেন  পান্থ কানাই, তারিক আনাম খান, ইয়াশ রোহান, শাহেদ আলী সুজনসহ অনেকেই।

'ফাতিমা' সিনেমাটির গল্প আবর্তিত হয়েছে ফাতিমা ও সুবর্ণা নামে দুই মেয়ের জার্নি নিয়ে। সিনেমায় ফারিণ অভিনয় করেছেন ফাতিমা চরিত্রে। 

এ প্রসঙ্গে তাসনিয়া ফারিণ বলেন, 'আমার ক্যারিয়ারের শুরুর দিকের সিনেমা 'ফাতিমা'। এটি কয়েকটি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয়েছে। ফজর আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে পুরস্কারও জিতেছে। সিনেয়াটি এবার দেশে মুক্তি পেতে যাচ্ছে সিনেমাটি। ভালোই লাগছে বড় পর্দায় আসতে যাচ্ছি ভেবে। আশা করি সিনেমাটি সবাই পছন্দ করবে।'

এর আগে তাসনিয়া ফারিণ অভিনীত কলকাতার সিনেমা 'আরও এক পৃথিবী' মুক্তি পেয়েছে। অতনু ঘোষ পরিচালিত সিনেমাটিতে ফারিণের অভিনয় প্রশংসিত হয়েছে দর্শকদের কাছে। 

Comments

The Daily Star  | English

Admin getting even heavier at the top

After the interim government took over, the number of officials in the upper echelon of the civil administration has become over three times the posts.

7h ago