সৌদি পৌঁছাল দেশের প্রথম হজ ফ্লাইট

ছবি: সংগৃহীত

বাংলাদেশ থেকে ৪১৫ জন হজযাত্রী নিয়ে এ বছরের প্রথম হজ ফ্লাইট সৌদি আরব পৌঁছেছে।

আজ বৃহস্পতিবার সৌদি আরবের স্থানীয় সময় সকাল সাড়ে ১১টায় বিমানের বিজি৩৩০১ ফ্লাইটটি জেদ্দার কিং আবদুল আজিজ বিমানবন্দরের হজ টার্মিনালে পৌঁছায়।

সৌদিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী বিমানবন্দরে হজযাত্রীদের স্বাগত জানান।

হজযাত্রীদের স্বাগত জানাতে উপস্থিত ছিলেন সৌদি ধর্ম মন্ত্রণালয়ের ডেপুটি মিনিস্টার আয়েত আল-খোয়ামী, জেদ্দা বিমানবন্দরের সিইও ইঞ্জিনিয়ার মাজেন জাওয়াহার প্রমুখ।

রোড টু মক্কা ইনিশিয়েটিভের আওতায় এ বছর বাংলাদেশ থেকে মোট ৮৫ হাজার ২৫৭ জন পবিত্র হজ পালনের জন্য নিবন্ধন করেছেন।

Comments

The Daily Star  | English

Dengue cases see sharp rise in early July

Over 1,160 hospitalised in first 3 days, total cases cross 11,000

10h ago