৫ কোটি টাকা বিল বকেয়া, কুড়িগ্রাম পৌর ভবনের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

কুড়িগ্রাম পৌর ভবন। ফাইল ছবি

প্রায় ৫ কোটি ২৮ লাখ টাকা বিদ্যুৎ বিল বকেয়া থাকায় কুড়িগ্রাম পৌরসভার কার্যালয়ের মূল ভবনসহ ৬টি সংযোগ বিচ্ছিন্ন করেছে নর্দান ইলেক্ট্রিসিটি সাপ্লাই কোম্পানি (নেসকো)। 

আজ বুধবার সকালে সংযোগ বিচ্ছিন্ন করা হয় বলে নেসকো কুড়িগ্রাম কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী আতিফুর রহমান দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করেছেন।

নেসকো জানায়, কুড়িগ্রাম পৌরসভার মূল ভবন, পৌর অডিটোরিয়াম, পানি পরিশোধনাগার, কেন্দ্রীয় বাস টার্মিনাল ও সড়ক বাতিসহ বিদ্যুৎ সংযোগের ২২টি হিসাব নম্বর আছে। এসব হিসাবের কোনোটিতেই নিয়মিত বিদ্যুৎ বিল পরিশোধ করা হয় না। 

সংযোগ বাবদ প্রতিমাসে প্রায় ৪-৬ লাখ টাকা বিদ্যুৎ বিল আসে। সংযোগগুলোর বিপরীতে পৌরসভার হিসাব নম্বরে প্রায় পাঁচ কোটি ২৮ লাখ ৫৭ হাজার টাকা বিদ্যুৎ বিল বকেয়া আছে। 

নোটিশ দেওয়ার পরও পৌর কর্তৃপক্ষ নিয়মিত বিদ্যুৎ বিল পরিশোধ না করায় সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে বলে নেসকো জানিয়েছে। 

যোগাযোগ করা হলে পৌর মেয়র কাজিউল ইসলাম ডেইলি স্টারকে জানান, আর্থিক সংকটের কারণে পৌর কর্তৃপক্ষ বকেয়া বিল হালনাগাদ করতে পারছে না। আগের মেয়রের সময় থেকেই বকেয়া হয়েছে।

তিই বলেন, 'রাজস্ব সংকটে পৌরসভার বিদ্যুৎ বিল বকেয়া পড়েছে। এটা পৌরসভার সৃষ্টিলগ্ন থেকে চলে আসছে। কিছু বিল পরিশোধ করে সংযোগ চালুর ব্যবস্থা করা হবে।'

নেসকোর নির্বাহী প্রকৌশলী আতিফুর রহমান বলেন, 'বারবার তাগিদ দিলেও পৌর কর্তৃপক্ষ বিল পরিশোধ করেনি। এ অবস্থায় ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে পৌর ভবনসহ তাদের ৬টি বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। বিল পরিশোধ করলে পুনরায় সংযোগ দেওয়া হবে।'

সংযোগ বিচ্ছিন্নের ফলে পৌরবাসীর কোনো ভোগান্তি হবে না বলে তিনি জানান।
 

Comments

The Daily Star  | English

Govt relieves Kuet VC, Pro-VC of duties to resolve crisis

A search committee will soon be formed to appoint new candidates to the two posts

3h ago