জব্বারের বলীখেলায় চ্যাম্পিয়ন বাঘা শরীফ

হাজার হাজার দর্শক লালদিঘী ময়দানে ও ময়দান সংলগ্ন রাস্তায় দাঁড়িয়ে এই প্রতিযোগিতা উপভোগ করেন ও অংশগ্রহণকারী খেলোয়াড়দের উৎসাহ দেন। ছবি: রাজীব রায়হান/স্টার

চট্টগ্রামের লালদিঘী ময়দানে আব্দুল জব্বারের বলীখেলার ১১৫তম আসরে চ্যাম্পিয়ন হয়েছেন কুমিল্লার হোমনার বাঘা শরীফ।

আজ বৃহস্পতিবার বিকেলে কুমিল্লা সদরের রাশেদ বলীকে পরাজিত করে তিনি চ্যাম্পিয়ন হন।

চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক মেয়র আজম নাছির উদ্দিন বিকেল সাড়ে ৪টায় এই আসরের বলীখেলার উদ্বোধন করেন। দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসা ৮০ জন বলী প্রতিযোগিতায় অংশ নেন।

প্রতিযোগিতায় তৃতীয় স্থান অধিকার করেছেন খাগড়াছড়ির সৃজন চাকমা। চতুর্থ হয়েছেন চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার রাসেল বলী।

প্রথম রাউন্ডের ৩৫ জন বিজয়ীর প্রত্যেককে দুই হাজার টাকা করে পুরস্কার নেওয়া হয়। চ্যাম্পিয়নকে ৩০ হাজার টাকা প্রাইজমানি ও একটি ক্রেস্ট দেওয়া হয়। রানার আপকে ২০ হাজার টাকা প্রাইজমানি ও একটি ক্রেস্ট দেওয়া হয়।

মোট ৮০ জন প্রতিযোগী এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন।

রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত জাতীয় সংসদের স্থায়ী কমিটির সভাপতি এবিএম ফজলে করিম চৌধুরী প্রধান অতিথি হিসেবে উপস্তিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।

হাজার হাজার দর্শক লালদিঘী ময়দানে ও ময়দান সংলগ্ন রাস্তায় দাঁড়িয়ে এই প্রতিযোগিতা উপভোগ করেন ও অংশগ্রহণকারী খেলোয়াড়দের উৎসাহ দেন।

Comments

The Daily Star  | English

Fulfilling sky-high expectations Yunus govt’s key challenge

Says ICG report on completion of interim govt’s 100 days in office

1h ago